পূজা শেষে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল ৪ সহোদরের
কক্সবাজারের চকরিয়া উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
চকরিয়ার মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) সাফায়েত হোসেন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতরা হলেন- অনুপম শীল (৪৭), নিরুপম শীল (৪৫), দীপক শীল (৪০) ও চম্পক শীল (৩০)।
সাফায়েত হোসেন বলেন, 'ভোর ৫টার দিকে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের সগীর শাহ কাটা গ্রামের মৃত সুরেশ চন্দ্র শীলের ৭ ছেলে ২ মেয়েসহ পরিবারের ৯ সদস্য মন্দিরে পারিবারিক পূজা দিয়ে বাড়িতে ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পার হওয়ার সময় কক্সবাজারমুখী একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন ৪ সহোদর অনুপম শীল, নিরুপম শীল, দীপক শীল ও চম্পক শীল। তাদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।'
তিনি আরও বলেন, 'পিকআপ ভ্যানটি জব্দ ও চালককে আটকের চেষ্টা চলছে।'
Comments