যে মঞ্চে সব সময়ই থাকতে চান সৌম্য
তার প্রতিভা আর সামর্থ্যের তারিফ হয়েছে বহুবার। মাঠের খেলায় সেটা সেই অনুপাতে ফুটিয়ে আনতে না পারায় তাকে ঘিরে আক্ষেপও বিস্তর। সোমবার রাতে অন্তত সেই আক্ষেপ রাখেননি সৌম্য সরকার। ব্যাট হাতে দলের চাহিদা মিটিয়ে খেলেছেন বড় ইনিংস, বল হাতেও রেখেছেন অবদান। ম্যাচ সেরা হওয়ার মঞ্চে এসে সৌম্য জানালেন, এই আলোয় নিজেকে রাখতে চান সব সময়।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট হাতে ৬২ বলে ৮২ রান করার পর বোলিংয়ে ২৭ রানে ২ উইকেট নেন সৌম্য। খুলনা টাইগার্সের ১৮২ রান তাড়ায় ১৬৭ রানে থামে সিলেট সানরাইজার্স।
সৌম্য এদিন শুরুতে ছিলেন সতর্ক। খেলছিলেন অনেকটা ওয়ানডে গতিতে। পরে ডানা মেলেন তিনি। খেলেছেন ট্রেডমার্ক কিছু শট।
ম্যাচ সেরার পুরস্কার হাতে নিয়ে এই ওপেনার জানান, খোলস ছেড়ে বেরিয়ে আলোয় আসতে মরিয়া ছিলেন তিনি, 'এখানে সব সময় আসতে চাই। প্রথম তিনটা ম্যাচ আমার জন্য ভালো যায়নি। আমি চেষ্টা করছিলাম কত দ্রুত সম্ভব ওভারকাম করা যায়। কোভিড থেকে উঠেছিলাম তাই নিজেরও ওভারকাম করতে সময় লেগেছিল। শেষ দুইটি ম্যাচ যেভাবে খেলেছি চেষ্টা করবো ওভাবেই শেষ করতে।'
৪২ বলে ফিফটিতে পৌঁছান সৌম্য। পরের বলে ২০ বলে যোগ করেন আরও ৩২ রান। শুরুর মন্থর গতির ব্যাখ্যাও দিয়েছেন তিনি, 'প্রথম দিকে বলটা খুব উঠছিল না। আমি ও (ইয়াসির আলি) রাব্বি নিজেদের মধ্যে কথা বলছিলাম যে কিভাবে রান বড় করা যায়। রাব্বি আউট হওয়ার পর মুশফিক ভাই আসল। আমরা তখন ওভার টু ওভার পরিকল্পনা করে এগিয়ে যায়। কত করে রান করা যায় ওভার টু ওভার। এভাবেই সামনে এগোনের চেষ্টা করেছি। শেষ দিকে চেষ্টা করেছি আমার নিজের সেরাটা ঠিক রেখে যেদিকে বল আসবে সেদিকে খেলার জন্য।'
'মুশফিক ভাই ছিল তখন আমাদের আত্মবিশ্বাস ছিল যে যেকোনো একটা ওভার যদি ৩-৪ রান আসে পরে আমরা মেরে ওইটা ওভারকাম করতে পারব। একটা বড় ওভার চলে আসবে। হারি না করে দুজন ইতিবাচক ছিলাম। বল মেরিট অনুযায়ী খেলার চেষ্টা করেছি।'
ব্যাটিংয়ের পর বল হাতেও দলের প্রয়োজন পড়ে তার। অতিরিক্ত শিশির পড়ায় স্পিনাররা বল গ্রিপ করতে পারছিলেন না। সৌম্য সেই ঘাটতি পূরণ করেন তার মিডিয়াম পেসে। ৪ ওভারের কোটা পূরণ করে নেন ২৭ রানে ২ উইকেট। নিজের দক্ষতার জায়গা বুঝে বল হাতে সব সময় তৈরি থাকেন তিনি, 'অবশ্যই বোলিংয়ের জন্য নিজ থেকেই চেষ্টা করি যখন অধিনায়ক বোলিং দেয়। নিজের জায়গা থেকে যেন প্রপারটা দিতে পারি, সেরাটা দিতে পারি। বোলিংয়ে আমি সব সময় আমার ব্যাটিংয়ে থাকলে যে মাইন্ডসেট থাকে সেটা ব্যবহার করি।'
Comments