বলিউডের প্রস্তাব প্রত্যাখ্যান করেন যেসব দক্ষিণি তারকা

আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা, বিজয় দেবেরাকোন্ডা এবং নয়নতারা। ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণি সিনেমার অভিনেতা আল্লু অর্জুনের 'পুষ্পা' সিনেমা এখন বক্স অফিসে কাঁপাচ্ছে। একইভাবে, বিজয় দেবেরাকোন্ডা 'অর্জুন রেড্ডি' সিনেমায় তার অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেন। বর্তমানে ভারতে দক্ষিণি সিনেমার দাপট চলছে। এ কারণে বলিউডের নির্মাতাদের দক্ষিণি তারকাদের প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে এবং অনেকে বলিউডের সিনেমায় কাজ করছেন। তবে, কেউ কেউ আবার সুযোগ পেয়েও বলিউডের সিনেমা প্রত্যাখ্যান করেন। বলিউড সিনেমা প্রত্যাখ্যান করা কয়েকজন দক্ষিণি তারকার কথা জেনে নিন।

আল্লু অর্জুন। ছবি: সংগৃহীত

'বাজরঙ্গি ভাইজান' প্রত্যাখ্যান করেন আল্লু অর্জুন

দক্ষিণের দর্শকনন্দিত অভিনেতা আল্লু অর্জুনের ব্লকবাস্টার সিনেমার দীর্ঘ তালিকা আছে। তিনি বলিউড থেকেও একটি বড় সিনেমার প্রস্তাব পান। সালমান খানের 'বাজরঙ্গি ভাইজান' এ অভিনয়ের আগে কবীর খান আল্লু অর্জুনের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু, এই তেলেগু অভিনেতা ব্যস্ততার কারণে 'বাজরঙ্গি ভাইজান' এ চুক্তি করতে পারেননি বলে জানা গেছে।

নয়নতারা। ছবি: সংগৃহীত

'চেন্নাই এক্সপ্রেস' প্রত্যাখ্যান করেন নয়নতারা

শাহরুখ খানের সঙ্গে খুব শিগগির একটি সিনেমায় দেখা যাবে দক্ষিণের অভিনেত্রী নয়নতারাকে। কিন্তু, আপনি জানলে অবাক হবেন জনপ্রিয় এই দক্ষিণি অভিনেত্রী এর আগে শাহরুখের 'চেন্নাই এক্সপ্রেস' সিনেমাতে অভিনয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন! সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। তবে, পরিচালক রোহিত শেঠি নয়নতারাকে হিট গান 'ওয়ান টু থ্রি ফোর' অফার করলে তিনি তা প্রত্যাখ্যান করেন। পরে, এই গানের জন্য নির্মাতারা প্রিয়ামণিকে বেছে নেন।

রাশমিকা মান্দানা। ছবি: সংগৃহীত

'জার্সি' প্রত্যাখ্যান করেন রাশমিকা মান্দানা

'মিশন মজনু' সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হতে যাচ্ছে রাশমিকা মান্দানার। কিন্তু, এর আগে তাকে শাহীদ কাপুরের বিপরীতে 'জার্সি' সিনেমাতে অফার করা হয়। তবে, সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন রাশমিকা। কারণ হিসেবে তিনি বলেন, আমি আমার লক্ষ্যবস্তুকে সামনে রেখে এই সিদ্ধান্ত নিয়েছি এবং আমি মনে করি আমার সিদ্ধান্ত সঠিক। 'জার্সি'তে অনেক কিছুর প্রয়োজন আছে। কারণ এটি প্রায় বাস্তবমুখী সিনেমা। কিন্তু, আমি এই মুহূর্তে শুধু বাণিজ্যিক সিনেমা করছি, তাই আমি জার্সির মতো সিনেমার জন্য প্রস্তুত নই।

বিজয় দেবেরাকোন্ডা। ছবি: সংগৃহীত

'ডিয়ার কমরেড' প্রত্যাখ্যান করেন বিজয় দেবেরাকোন্ডা

'লিগার' সিনেমার আগে করণ জোহর বিজয় দেবেরাকোন্ডাকে 'ডিয়ার কমরেড' সিনেমার হিন্দি রিমেকের প্রস্তাব দেন। মুম্বাই মিররের খবর অনুযায়ী, প্রায় ৬ কোটি টাকা দিয়ে 'ডিয়ার কমরেড' সিনেমার স্বত্ব কিনেছিলেন করণ জোহর। কিন্তু, বিজয় তার নিজের ব্লকবাস্টার সিনেমার রিমেক প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, একই গল্প দু'বার বলার কোনো অর্থ নেই তার কাছে। আগের মতো করে আবেগে পুনরায় ফুটিয়ে তোলা কঠিন। তাই তিনি রিমেকে অভিনয় করবেন না।

 সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Comments

The Daily Star  | English

Madhur Canteen: The story of an eatery and Bangladesh

If one says Madhur Canteen and Bangladesh’s history is inextricably interlinked, will it be an exaggeration?

13h ago