বিপিএলের মাঝপথে ঢাকা ছেড়ে যাচ্ছেন রাসেল
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শেষ চারে ওঠার লড়াই যখন জমে উঠেছে, তখনই মিনিস্টার ঢাকা ছেড়ে যাচ্ছেন আন্দ্রে রাসেল। ওয়েস্ট ইন্ডিজের এই তারকা অলরাউন্ডারের ফিটনেস ঘাটতি রয়েছে। দল ছেড়ে গেলেও যুক্তরাষ্ট্র থেকে ঢাকার খোঁজখবর রাখবেন বলে উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি শিরোপা জয়ের অভিযানে সতীর্থদের শুভকামনা জানিয়েছেন এই ক্যারিবিয়ান।
শুক্রবার এক ভিডিও বার্তায় খবরটি নিশ্চিত করেছেন রাসেল নিজেই। আগামীকাল শনিবার রাতের ফ্লাইটে বাংলাদেশ ছেড়ে যাচ্ছেন তিনি।
এদিন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে রাতের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। কিন্তু বৃষ্টির বাগড়ায় কোনো বল মাঠে না গড়িয়েই ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। মাঠ মাতিয়ে বিদায় নিতে না পারার আক্ষেপ শোনা যায় ড্রে রাস খ্যাত তারকা রাসেলের কণ্ঠে, 'আজ রাতে আমার শেষ খেলাটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। "ড্রে রাস" সাধারণত যা করে থাকে সেটা করার জন্য আমি উন্মুখ ছিলাম। তা হলো বিনোদন, ভালো খেলা এবং ভালোভাবে বিদায় নেওয়া। কিন্তু বৃষ্টির কারণে সেটা সম্ভব হয়নি।'
নিজের ফিটনেস নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন রাসেল। জানা গেছে, যুক্তরাষ্ট্রে একটি ফিটনেস ট্রেনিং ক্যাম্পে অংশ নেবেন তিনি। মাঝপথে বিপিএল ছাড়ায় দুঃখবোধ হচ্ছে রাসেলের, 'দুঃখের বিষয় যে আমাকে এত তাড়াতাড়ি যেতে হচ্ছে। আমার কিছু ফিটনেস ইস্যু আছে যেগুলো ঠিক করতে হবে।'
বিপিএলের পয়েন্ট তালিকায় তিনে রয়েছে ঢাকা। সাত ম্যাচে তাদের অর্জন ৭ পয়েন্ট। আসরের শেষ চারে ওঠার দৌড়ে ভালোভাবে টিকে আছে তারা। রাসেল মনে করছেন, তিনি না থাকলেও শিরোপা জেতার সামর্থ্য রয়েছে ঢাকার, 'সবাইকে সামনে এগিয়ে যাওয়ার জন্য শুভকামনা জানাচ্ছি। এই কাপ জেতার জন্য আমাদের অবশ্যই একটি ভালো দল আছে। আর মিনিস্টার ঢাকার সমস্ত ভক্তদের উদ্দেশ্যে বলছি, সমর্থন দেওয়া চালিয়ে যান এবং আমি অবশ্যই ডালাস (যুক্তরাষ্ট্র) থেকে যুক্ত থাকব।'
'তবে এখানে থাকাটা মজার ছিল। সত্যিই বলছি, উপভোগ করেছি। ভালো ভালো কিছু খেলোয়াড় আছে। এই কাপ জিততে যা দরকার তা অবশ্যই ঢাকার আছে। তাই তাদের মঙ্গল কামনা করছি। ইনশাআল্লাহ।'
এবারের বিপিএলে বল হাতে ভালো করলেও ব্যাট হাতে প্রত্যাশিত তাণ্ডব দেখাতে পারেননি রাসেল। ছয় ম্যাচে হাত ঘুরিয়ে তিনি নেন ৮ উইকেট। তবে পাঁচ ইনিংসে তিনি করেন মাত্র ৬১ রান।
Comments