মাঘে-মেঘে দেখা, বৃষ্টিতে পণ্ড সাকিব-মোসাদ্দেকদের ম্যাচ
সকাল থেকেই আকাশে মেঘের ঘনঘটা। সূচি অনুসারে খেলা শুরু হওয়ার আগে যখন দুই দল গা গরমে ব্যস্ত, তখনই পূর্বাভাস অনুসারে নামে বৃষ্টি। তড়িঘড়ি করে মাঠ ছেড়ে তারা ঠাঁই নেন সাজঘরে। মাঘ মাসে বাংলাদেশে শীতের দাপট থাকলেও এবার বিস্ময় জাগিয়ে বৃষ্টির উপস্থিতিও সরব। অবিরাম গুঁড়ি গুঁড়ি বর্ষণে শেষ পর্যন্ত পণ্ডই হয়ে গেছে সিলেট সানরাইজার্স ও ফরচুন বরিশালের ম্যাচ।
শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফের হানা দিয়েছে মাঘের বৃষ্টি। তাতে পরিত্যক্ত হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতের সিলেট ও সাকিব আল হাসানের বরিশালের মধ্যকার লড়াই।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে খেলাটি শুরু হওয়ার কথা ছিল দুপুর ১টা ৩০ মিনিটে। কিন্তু বৃষ্টির বাগড়ায় হতে পারেনি টসও। এরপর বিকাল ৩টা ৪৫ মিনিটে ম্যাচ পরিত্যক্ত হওয়ার ঘোষণা আসে।
ম্যাচ ভেস্তে যাওয়ায় সিলেট ও বরিশালের খাতায় যোগ হয়েছে একটি করে পয়েন্ট। এই ম্যাচটি দুই দলের জন্যই ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ, আগের পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে বিপিএলের ছয় দলের পয়েন্ট তালিকায় সবার নিচে থাকা সিলেট। অন্যদিকে, আগের ছয় ম্যাচের চারটিতে জেতা বরিশালের সামনে সুযোগ ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নেওয়ার।
এক পয়েন্ট পাওয়ায় বরিশাল অবশ্য উঠে গেছে পয়েন্ট তালিকার শীর্ষে। সাত ম্যাচে তাদের অর্জন ৯ পয়েন্ট। দুই ম্যাচ কম খেলে কুমিল্লা ৮ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। সিলেটের পয়েন্ট ছয় ম্যাচে কেবল ৩।
আগের দিনও বিপিএলে হানা দিয়েছিল বৃষ্টি। তাতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচ নেমে এসেছিল ১৮ ওভারে। চট্টগ্রামের ১৩৮ রানের পর ডিএলএস পদ্ধতিতে ১৪৪ রান তাড়া করে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জিতেছিল কুমিল্লা।
বৃষ্টি না থামায় মিরপুরের উইকেট ঢেকে রাখা হয়েছে কভারে। টানা বর্ষণের কারণে দিনের দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়ানো নিয়েও রয়েছে শঙ্কা। সূচি অনুসারে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মুখোমুখি হওয়ার কথা রয়েছে কুমিল্লা ও মিনিস্টার গ্রুপ ঢাকার।
Comments