বাংলাদেশের বিপক্ষে সহায়ক কন্ডিশনে বাজিমাত করতে মুখিয়ে মুজিব
মুজিব উর রহমান, রশিদ খান, মোহাম্মদ নবি। আফগানিস্তানের স্পিনত্রয়ী সব কন্ডিশনেই কার্যকর। এই স্পিনাররা যদি পান সহায়ক কন্ডিশন তাহলে তাদের বিপক্ষে যেকোনো দলের জন্যই অপেক্ষা করে কঠিন চ্যালেঞ্জ। বিপিএলের পর পরই বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে তেমনই আদর্শ পরিস্থিতি দেখছেন মুজিব।
বিপিএলের পর আফগানদের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ আছে বাংলাদেশের। এই সিরিজে আফগান দলের গুরুত্বপূর্ণ সদস্য মুজিব বাংলাদেশে এসেছেন বেশ আগেভাগে। ফরচুন বরিশালের হয়ে বিপিএলে ঝলক দেখাচ্ছেন তিনি।
এখন পর্যন্ত খেলা তিন ম্যাচের প্রতিটিতেই তার বলে ভুগেছেন ব্যাটাররা। প্রথম ম্যাচে ৪ ওভার বল করে ২২ রানে ১ উইকেট নেন, পরের ম্যাচে ৪ ওভারে দেন মাত্র ১৩ রান। সব শেষ ম্যাচে ৯ রান দিয়েই তুলেন ৩ উইকেট। বাংলাদেশের কন্ডিশন তার জন্য কতটা আদর্শ এসব পরিসংখ্যানই দেয় সেই বার্তা।
বৃহস্পতিবার মিরপুর একাডেমি মাঠে অনুশীলনে নামার আগে এই স্পিনার জানান, বাংলাদেশে স্পিন বান্ধব কন্ডিশন থাকায় জাতীয় দলের সিরিজ নিয়ে মুখিয়ে আছেন তারা, 'হ্যাঁ আমরা খুশি (এমন কন্ডিশনে সিরিজ থাকায়)। আমরা এখানে অনেক সিরিজ খেলেছি। বিপিএলে আমার বোলিং খুব ইকোনমিকাল হচ্ছে। বিপিএলের পর বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলব। এখানকার স্পিন বান্ধব কন্ডিশনে আমরা খুশি। উপমহাদেশে বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের উইকেট আমাদের জন্য খুব ভালো।'
আফগান স্কোয়াডের বাকি ক্রিকেটাররাও এবার বাংলাদেশ আসবে বেশ আগে। বিপিএল চলাকালীন ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের পা রাখার কথা তাদের। এরপর সিলেটে কন্ডিশনিং ক্যাম্প করবে আফগানিস্তান। বিপিএলের পর চট্টগ্রামে হতে পারে তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টির সিরিজ। ওয়ানডেগুলো আবার সুপার লিগের অংশ হওয়ায় দুদলের জন্য তা মহা গুরুত্বপূর্ণ।
Comments