মসুর ডালের দাম কেজিতে ৫ টাকা বাড়িয়ে ৬৫ করল টিসিবি

স্টার ফাইল ফটো

মসুর ডালের দাম কেজিতে ৫ টাকা করে বাড়িয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। টিসিবির মুখপাত্র মো. হুমায়ুন কবির আজ বুধবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'বাজারের সঙ্গে দাম সমন্বয় করতে টিসিবি আজ প্রতি কেজি মসুর ডালের দাম ৫ টাকা বাড়িয়ে ৬০ টাকা থেকে ৬৫ টাকা করেছে।'

তবে সয়াবিন তেল, চিনি ও পেঁয়াজের দাম অপরিবর্তিত আছে। তেলের দাম প্রতি লিটার ১১০ টাকা, চিনি প্রতি কেজি ৫৫ টাকা ও পেঁয়াজ প্রতি কেজি ৩০ টাকা।

টিসিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামীকাল থেকে শহর, জেলা ও উপজেলা পর্যায়ে অষ্টম পর্যায়ে খোলাবাজারে (ওএমএস) পণ্য বিক্রি শুরু হবে এবং এ কার্যক্রম ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

টিসিবি কর্মকর্তা হুমায়ুন কবির জানান, শুক্রবার ছাড়া সপ্তাহে ৬ দিন প্রায় ৫০০টি ভ্রাম্যমাণ ট্রাকে ওএমএসের পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনা করা হবে। এর মধ্যে ঢাকা শহরের জন্য থাকবে প্রায় ১০০ ট্রাক।

Comments

The Daily Star  | English

BNP not in favour of banning any political party: Fakhrul

'Who are we to ban a political party? The people will decide,' says the BNP leader

46m ago