২০ নয় সাকিবদের জন্য যেন ১৬ ওভারের ম্যাচ
ম্যাচটা ২০ ওভারের। সেখানে মাত্র ১৬ ওভার করে থাকে ফরচুন বরিশাল। অবিশ্বাস্য হলেও এমন কথা বললেন খোদ অধিনায়ক সাকিব আল হাসান।
সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিকদের ১৪ রানে হারিয়েছে বরিশাল। আরও একবার টস জিতে ব্যাটিং নিয়ে ১৪৯ রানে অলআউট হয়ে যায় দলটি। সে পুঁজি নিয়ে ১৩৫ রানে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে গুটিয়ে দেয় তারা।
অথচ চট্টগ্রামের উইকেট বরাবরই ব্যাটিং বান্ধব। এখানে দিনের দ্বিতীয় ম্যাচে দুইশ রান করেও স্বস্তিতে থাকে না কোনো দল। সেখানে ভিন্ন বরিশাল। শক্তিশালী বোলিং ইউনিটই এ স্বস্তি এনে দিয়েছে তাদের।
আর এ স্বস্তি এনে দেওয়ার মূল কারিগর মুজিব উর রহমান। তার চার ওভার থেকে প্রতিপক্ষের রান তুলে নেওয়া বেশ কঠিন হয়ে যায় দলগুলোর জন্য। এখন পর্যন্ত আসরে তিন ম্যাচ খেলে ১২ ওভার করে রান দিয়েছেন ৪২।
চট্টগ্রাম পর্বে স্বাগতিকদের বিপক্ষে এদিন ম্যাচ সেরা পুরষ্কারটা সাকিব পেলেও মুজিবের অবদান কোনো অংশেই কম নয়। চার ওভার করে মাত্র ৯ রান খরচ করে পেয়েছেন ৩টি উইকেট। তাতেই কোণঠাসা হয়ে পড়ে স্বাগতিকরা।
মূলত এ কারণেই ২০ ওভার নয় ১৬ ওভার করেন বলে মন্তব্য করেন সাকিব, 'সে (মুজিব) একজন বিশ্বমানের বোলার, যেহেতু সে আমাদের দলে এসেছেন, তিনি প্রতিপক্ষের সঙ্গে অনেক পার্থক্য করেছেন। সাধারণত আমরা ১৬ ওভার বল করি, ২০ ওভার নয়।'
সবমিলিয়ে দারুণ অবস্থানে আছেন বলেই জানান বরিশাল অধিনায়ক, 'শেষ ম্যাচ থেকে আমি একটু বেশি আত্মবিশ্বাসী হয়েছি। দল একটা কাঠামোতে চলে আসছে। তারা জানে তাদের কী করতে হবে, তাই স্বস্তিতেই আছি।... ভালো কথা হলো আমরা এখনো আমাদের সেরা ক্রিকেট না খেলেই জিতেছি।'
তবে দলে এখনও উন্নতির কিছু জায়গা দেখছেন সাকিব, 'এখনও পাওয়ারপ্লেতে ভালো ব্যাটিং করা এবং ব্যাটিংয়ে ম্যাচ শেষ না করে আসা নিয়ে আমাদের সমস্যা রয়েছে - এই দুটি ক্ষেত্রে আমরা উন্নতি করতে চাই।'
Comments