'ছন্দে ফিরতে রিয়াদ-তামিমদের সঙ্গে তরুণদের আলোচনা করা উচিত'

ছবি: ফিরোজ আহমেদ

আগামী ছয় মাস বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি সংস্করণ নিয়ে ভাববেনই না তামিম ইকবাল। অথচ এ সংস্করণে ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছেন তিনি। অন্যদিকে, ঠিক তার উল্টো অবস্থানে আছেন টি-টোয়েন্টিতে বাংলাদেশ জাতীয় দলের রাডারে থাকা তরুণরা। ব্যাটে সে অর্থে রান নেই কারও।

বিপিএলে তরুণ যারা ভালো খেলতে পারছেন, তাদের কেউই নেই জাতীয় দলে। থাকলেও অন্তত টি-টোয়েন্টি সংস্করণে খেলেন না। এমনকি এ তরুণদের অনেকেই ছন্দহীনতার কারণে ঠিকমতো জায়গা পাচ্ছেন না দলে। পেলেও নিজেদের নিয়মিত পজিশন হারিয়েছেন। এ সকল কারণে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর কপালে।

অন্যদিকে, তামিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসানরা নিয়মিতই পারফর্ম করছেন। শুধু অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে নয়, তরুণদের পথ দেখাতেও তামিমদের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের জাতীয় দলে চান প্রধান নির্বাচক। মূলত, অভিজ্ঞদের কাছ থেকে তরুণদের শেখার পরামর্শ তার।

অভিজ্ঞ ক্রিকেটাররা জাতীয় দলে কতটা গুরুত্বপূর্ণ জানতে চাইলে নান্নু বলেন, 'সিনিয়র খেলোয়াড়রা ভালো খেলছে এটা কিন্তু দলের জন্য দরকার আছে। দলের জন্য কিন্তু অভিজ্ঞতার দরকার আছে। এটা খুব ভালো জিনিস। অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে থেকে তরুণ খেলোয়াড়রা অনেক কিছু শিখতে পারে। অনেক কিছু শেয়ার করতে পারে। সিনিয়র খেলোয়াড়রা ড্রেসিং রুমে থাকলে, অনেক কিছু শেখা যায়। তারা অনেক গাইড লাইন দিতে পারে, সে অনুযায়ী চলা যায়। জুনিয়র খেলোয়াড়রা তাদের কাছ থেকে শিখতে পারে।'

পাশাপাশি জুনিয়র খেলোয়াড়দের পারফরম্যান্স খুব গুরুত্বপূর্ণ বলে জানান প্রধান নির্বাচক, 'এখানে জুনিয়র খেলোয়াড়দের পারফরম্যান্সও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এটা খুব-খুব গুরুত্বপূর্ণ।  যেকোনো খেলায় যদি একজন ব্যাটসম্যানের রান থাকে, পরদিন কিন্তু সেটা তাকে অনেক আত্মবিশ্বাস দেয় ওই দিনটা আরও ভালো যাওয়ার জন্য। কেউ যদি ধারাবাহিকভাবে ভালো না করে সেই আত্মবিশ্বাসটা পাওয়া যায় না। সে জন্য তরুণ খেলোয়াড়দের জন্য অনেক বড় প্লাটফর্ম বিপিএল। এখানে পারফরম করা, নিজেদের মেলে ধরা খুব, খুব গুরুত্বপূর্ণ।'

এ কারণে অভিজ্ঞ খেলোয়াড়দের কাছ থেকে তরুণদের শিখে নেওয়ার পরামর্শ দেন নান্নু, 'সিনিয়ররা যেভাবে পারফরম করেছে, এদের সাথে ওদের (তরুণদের) আলোচনা করে নিজেদের গাইডলাইন তৈরি করা। কীভাবে দুই-তিনটা ম্যাচ খারাপ খেলার পর সেটা থেকে বের হয়ে আসা যায়। এই জিনিসগুলো শিখতে হবে। তো আমার মনে হয়, রিয়াদ-তামিমদের সঙ্গে এ নিয়ে আলোচনা করা উচিত। আমাদের যারা পুলের খেলোয়াড় আছে তাদের সবার আগে ভাবতে হবে দেশের ক্রিকেটের কথা। কারণ আমরা আমাদের দেশের প্রতিনিধিত্ব করি। আমার সেরা সময়ে দেশকে আমার কিছু দিতে হবে। এই জন্য আমাকে প্রস্তুত হতে হবে। এভাবে চিন্তা-ভাবনাটা আসা উচিত।'

তবে এবার বিপিএলে সে অর্থে সুযোগও পাচ্ছেন না তরুণরা। এ বিষয়ও ভাবাচ্ছে নান্নুকে, 'ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ম্যানেজম্যান্ট যেভাবে কম্বিনেশন সাজায়, এটা তাদের ব্যাপার। এটা নিয়ে আমরা হস্তক্ষেপ করতে পারব না। যেহেতু টপে খেলছে না এটা একটা চিন্তার বিষয়। পরবর্তী রাউন্ডগুলোতে দেখতে হবে ওরা কেমন করছে, কীভাবে ফ্র্যাঞ্চাইজিগুলো ওদের খেলাচ্ছে, এটা দেখা হবে।'

Comments

The Daily Star  | English

Seven crew members were sedated, killed by fellow: Rab

An official of Rapid Action Battalion said this after the arrest of the suspect from Bagerhat

9m ago