বড় সংগ্রহের সুর বেঁধে দিয়েছেন তামিম, বললেন মাহমুদউল্লাহ

ছবি: ফিরোজ আহমেদ

বিপিএলে মিনিস্টার গ্রুপ ঢাকার টানা দ্বিতীয় জয়ে ম্যাচসেরা হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। একাধিক কীর্তি গড়ার ম্যাচে দলকে দারুণ পুঁজি পাইয়ে দিতে তিনি খেলেছেন অপরাজিত ঝড়ো ইনিংস। ম্যাচশেষে ঢাকা ফ্র্যাঞ্চাইজির অধিনায়কের কাছ থেকে কৃতিত্ব পেয়েছেন তামিম ইকবাল। এই বাঁহাতি ওপেনার দলকে বড় সংগ্রহের সুর বেঁধে দিয়েছেন বলে উল্লেখ করেছেন মাহমুদউল্লাহ।

মঙ্গলবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জয়রথ থামিয়েছে ঢাকা। মাহমুদউল্লাহর দল জিতেছে ৫০ রানের বড় ব্যবধানে। টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮১ রান তোলে ঢাকা। জবাবে মাঝপথে পা হড়কানো কুমিল্লা ১৫ বল বাকি থাকতে গুটিয়ে যায় মাত্র ১৩১ রানে।

শেষ পর্যন্ত উইকেটে টিকে থেকে মাহমুদউল্লাহ ৪১ বলে করেন ক্যারিয়ারসেরা ৭০ রান। এই ইনিংস খেলার পথে তিনি সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে ৫ হাজার ও বিপিএলে ২ হাজার রানের মাইলফলক পেরিয়ে যান। তার আগ্রাসী ব্যাটিংয়ের আগে তামিম খেলেন ৩৫ বলে ৪৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। আরেক ওপেনার মোহাম্মদ শাহজাদ দ্রুত বিদায় নেওয়ার পর ঢাকার হাল ধরেন তামিম। সাজঘরে ফেরার আগে দ্বিতীয় উইকেটে ইমরানুজ্জামানের সঙ্গে ৩২ বলে ৪৮ ও তৃতীয় উইকেটে মাহমুদউল্লাহর সঙ্গে ২১ বলে ৩০ রান যোগ করেন তিনি।

ম্যাচের পর তামিমের প্রশংসায় মুখর হয়েছেন মাহমুদউল্লাহ। পাশাপাশি দলের বাকি ক্রিকেটারদেরও কৃতিত্ব দিয়েছেন তিনি, 'আজকে তামিম অসাধারণ শুরু করে দিয়েছে। তামিম খুব দুর্দান্ত ব্যাটিং করছে। ছেলেরা যারাই আছে, অবদান রাখার চেষ্টা করছে, কষ্ট করছে। এই মুহূর্তে তাই আমি খুবই সন্তুষ্ট। তবে আমি যেটা অনুভব করছি, এই ক্ষুধা বজায় রাখতে হবে এবং সাফল্য অর্জনের জন্য যতটা পরিশ্রম করা দরকার, সেটা আমাদের করতে হবে।'

আগের ম্যাচে সিলেট সানরাইজার্সের বিপক্ষে ৬৪ বলে অপরাজিত ১১১ রান করে ঢাকাকে জিতিয়েছিলেন তামিম। অসাধারণ ওই ইনিংসটি এখনও চোখে লেগে আছে মাহমুদউল্লাহর, 'তামিম যখন ব্যাটিং করে, ওর ব্যাটিংয়ে একটা নির্ভার ভাব থাকে। আমরা ওর ওপর নির্ভর করতে পারি। নির্দিষ্ট কিছু ওভারকে ও লক্ষ্যবস্তু বানায়। ও জানে কীভাবে তার ইনিংস তৈরি করতে হয়। এই আসরে ও যে সেঞ্চুরিটা করল, আমি অনেক দিন পর এত দারুণ একটা ইনিংস দেখতে পেয়েছি। ও যেভাবে ইনিংসের গতি বাড়িয়েছে, সেটা দেখতে পাওয়াটা চমৎকার ছিল। ও হয়তো খুব বেশি কিছু চেষ্টা করেনি। ওর নিজের শক্তির জায়গা বুঝে খেলেছে। যে বলগুলো মারার ছিল, সেগুলোকে ও কাজে লাগিয়েছে।'

ঢাকায় বিপিএলের প্রথম পর্বে চার ম্যাচ খেলে দুটিতে হেরে বিপাকে ছিল ঢাকা। এরপর চট্টগ্রাম পর্বে টানা দুই ম্যাচ জিতে ঘুরে দাঁড়িয়েছে তারা। সতীর্থদের জয়ের এই ধারা বজায় রাখার তাগিদ দিয়েছেন মাহমুদউল্লাহ, 'টি-টোয়েন্টি সংস্করণেটাই এমন যে আপনি যেভাবে আশা করেন, সবকিছু সেভাবে মসৃণ হয় না। কিছু হাড্ডাহাড্ডি লড়াইয়ে হয়তো আপনি হারবেন। অপ্রত্যাশিতভাবে কিছু লক্ষ্য হয়তো আপনি তাড়া করতে পারবেন না। আমার কাছে মনে হয়, সব মিলিয়ে আমরা খেললেও কিছু ছোট ছোট ভুলের কারণে বা দুর্ভাগ্যজনকভাবে জিততে পারিনি। তবে শেষ দুই ম্যাচে ছেলেরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেটা চমৎকার।'

'এখানেই থেমে থাকার অবকাশ নেই। আমাদের বেশ কয়েকটা ম্যাচ বাকি আছে। এমনও হতে পারে যে আপনি হয়তো পরপর দুইটা ম্যাচ হেরে গেলেন, তখন আমরা আবার পেছনে পড়ে যাব। তো ওইটার অবকাশ যেন না দেই, সেটা আমাদের চেষ্টা করতে হবে।'

Comments