ভবদহের দুঃখ পুঁজি করে পাউবোর বাণিজ্য!
দিগন্ত বিস্তৃত জলরাশির মাঝে অনিশ্চিত জীবন। গ্রামের পর গ্রাম ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, ঘর-বাড়ি সব তলিয়ে আছে পানিতে। যশোরের ভবদহ অঞ্চলে ৬ দশকেরও বেশি সময় ধরে চলা এই পানিবন্দী জীবনের কি আদৌ কোনো শেষ আছে?
একদিকে পানি সরাতে হরি ও টেকা নদীতে খনন প্রকল্প গ্রহণ করেছে সরকার। অন্যদিকে স্থানীয়রা এই খনন প্রকল্পকে ঘিরে নতুন দুর্ভোগের অভিযোগ করছেন। তাদের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান খনন করা মাটি নদীতেই ফেলছেন, যা অল্প বৃষ্টিতেই আবারো ফিরে যাবে আগের জায়গায়।
ভবদহ অঞ্চলে জলাবদ্ধতা নিরসনে অপরিকল্পিত খনন কাজ এবং সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা-দুর্ভোগ নিয়ে দ্য ডেইলি স্টারে ছাপা হয়েছিল একটি প্রতিবেদন। স্টার নিউজ+ এ থাকছে ভবদহ অঞ্চলের পানিবন্দী মানুষের দুঃখগাঁথা।
Comments