চট্টগ্রামের কর্মকর্তা গণমাধ্যমে মিথ্যা বলেছেন, অভিযোগ মিরাজের

Mehedi hasan Miraz

খেলার তিন ঘণ্টা আগে অধিনায়কত্ব কেড়ে নেওয়ার ঘটনায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান পরিচালন কর্মকর্তা ইয়াসির আলমকে দায়ী করেছেন মেহেদী হাসান মিরাজ। কোচ পল নিক্সনের বরাত দিয়ে এই কর্মকর্তা গণমাধ্যমে মিথ্যা তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

আগের দিন শনিবার খেলার তিন ঘণ্টা আগে হুট করে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় স্পিন অলরাউন্ডার মিরাজকে। তার বদলে নাঈম ইসলামকে অধিনায়ক করে সিলেট সানরাইজার্সের বিপক্ষে নামে চট্টগ্রাম। ওই ম্যাচের পরই গণমাধ্যমে ছড়িয়ে পড়ে, ক্ষুব্ধ মিরাজ দল ত্যাগ করে ঢাকায় ফিরে যাচ্ছেন। তার দল থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, বিদায়ী কোচ পল নিক্সনের পরামর্শে নেতৃত্বে আনা হয়েছে বদল।

রোববার এমএ আজিজ স্টেডিয়ামে গণমাধ্যমের সামনে হাজির হয়ে মিরাজ জানান, অপেশাদারভাবে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তাকে, 'আসলে খেলার মন-মানসিকতা নেই আমার। শেষ যে জিনিসগুলো তারা করেছে, তাতে করে তাদের সঙ্গে অনেক কিছু মিলেনি। তারা বলেছে, কোচ যাওয়ার আগে নাকি অনেক কিছু বলে গেছে। সেদিন খেলার তিন ঘণ্টা আগে বলেছে, "তুমি আজ অধিনায়কত্ব করছ না।" আমি বলেছি, "সিদ্ধান্ত এখন কেন? আপনাদের চিন্তা ভাবনা থাকলে আমাকে আগে জানাতেন। আমি কি আগে থেকে বলেছি, অধিনায়কত্ব করব?"'

মিরাজ জানান, মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে তার ঢাকায় ফেরার কথা বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তাকে ই-মেইল করে জানিয়ে দিয়েছেন। আপাতত তার সঙ্গে চট্টগ্রামের সম্পর্কেরও ইতি ধরে নেওয়া যায়।

মিরাজের অভিযোগ দলের সিওও ইয়াসিরের বিরুদ্ধে। তিনি জানান, খেলার সময় দলের বিষয় ছাড়া তিনি অন্য কাজে ব্যস্ত থাকেন। গণমাধ্যমেও ইয়াসির মিথ্যা তথ্য দিয়েছেন বলে অভিযোগ মিরাজের, 'কোচ যাওয়ার আগে নাকি আমাকে নিয়ে অনেক কথা বলেছে, আমি নাকি নিজের জন্য ক্রিকেট খেলি। ও আজকে আমাকে ফোন দিয়েছে। ৩০ মিনিটের মতো কথা হয়েছে। ও এরকম কিছু বলেনি। ও যে বিবৃতি দিয়েছে গণমাধ্যমে, সব মিথ্যা।'

তবে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিক ও আখতার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রিফাত উজ জামানের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তার, 'মালিক নিয়ে আমার অভিযোগ নেই। উনি খুব ভালো মানুষ।'

এদিকে নির্ভরযোগ্য আরেক সূত্রে জানা যায়, ওপেন করতে চাওয়া নিয়েই মূলত মিরাজের সঙ্গে দ্বন্দ্বের তৈরি হয় দলের। উইল জ্যাকসকে সরিয়ে তিনি ওপেন করতে চেয়েছিলেন। সেটাতে রাজী হয়নি দল। ওপেন করতে চাওয়ার কথা অস্বীকার করেননি মিরাজও, 'আমি বিপিএলের গত দুই বছর তো ওপেনই করেছি। আমি ওপেনে ভালোই খেলেছি। আমি তো কেবল আমার মতামতই দিয়েছি। আমি জোর করেছি, এমন কিছু না।'

Comments

The Daily Star  | English

Firefighter dies after being hit by truck while battling Secretariat fire

Another firefighter sustained injuries in his leg while working to extinguish the fire

4h ago