মুজিবকে আটকানোর পথ জানতেন না মুশফিকরা
চট্টগ্রামের উইকেট বরাবরই ব্যাটিং বান্ধব। এ উইকেটে দেখে শুনে খেললে ১৪১ রান তাড়া করে জেতা কঠিন কিছু ছিল না। কিন্তু সে কাজটি করতে পারলো না খুলনা টাইগার্স। শুরুতেই কাজটা কঠিন করে দেন ফরচুন বরিশালের আফগান স্পিনার মুজিব উর রহমান। অথচ এ আফগানী যে হুমকি হতে পারেন তা আগে থেকেই ধারণা ছিল খুলনার।
শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইগার্সকে ১৭ রানে হারিয়েছে ফরচুন বরিশাল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪১ রান করে তারা। জবাবে এক ওভার বাকি থাকতে ১২৪ রানে গুটিয়ে যায় খুলনা।
সাদামাটা পুঁজি নিয়ে এদিন খুলনার উপর শুরুতেও চড়াও হন মুজিব। দলের অন্যতম ভরসা আন্দ্রে ফ্লেচারকে ব্যক্তিগত ৪ রানে। অথচ আগের দিনই অসাধারণ এক ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন এ ক্যারিবিয়ানই। আরেক ওপেনার সৌম্য সরকারকে তো রানের খাতাই খুলতে দেননি মুজিব। তাতেই বড় চাপে পড়ে যায় খুলনা। শেষ দিকে অবশ্য মেহেদী হাসান রানার তোপে পড়ে মুশফিকরা। তবে শুরুতে চাপে না পড়লে ম্যাচের গতি হয়তো ভিন্নও হতে পারতো।
অথচ মুজিবকে নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছাড়াই মাঠে নেমেছিল খুলনা। ম্যাচ শেষে তা স্বীকারও করে নিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম। আর পরিকল্পনা অনুযায়ী খেলতে না পারায় হতাশ অধিনায়ক, 'আমি বুঝতে পারছিলাম না মুজিবের বিপক্ষে কীভাবে পরিকল্পনা কাজে লাগাতে হবে। সে তাদের সেরা বোলার। আমরা জানতাম সে হুমকি হয়ে দাঁড়াতে পারে।'
মূলত ব্যাটারদের ব্যর্থতাতেই হেরেছেন বলে মনে করেন মুশফিক, 'এ উইকেটে এ রান তাড়া করার মতো ছিল। আমি মনে করেছিলাম তাদের সংগ্রহ ১৬০ রানের বেশি হবে। আমরা জুটি গড়তে পারিনি। আশা করছি আমরা পরের ম্যাচে ভালোভাবেই ফিরে আসব।'
Comments