চট্টগ্রামে ব্যাটিং উপভোগ করছেন মুশফিক

ছবি: ফিরোজ আহমেদ

ক্রিকেট ক্যারিয়ার প্রায় দেড় যুগের। চট্টগ্রামের উইকেট সম্পর্কে খুব ভালোই জানা আছে তার। সে বিশ্বাস থেকেই আগের দিন বড় ইনিংস খেলার প্রত্যয় প্রকাশ করেছিলেন মুশফিকুর রহিম। আর চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে তা করে দেখান খুলনা টাইগার্স অধিনায়ক। হার না মানা এক ম্যাচ জেতানো ইনিংস খেলেন তিনি। স্বাভাবিকভাবেই এমন ইনিংস বেশ উপভোগ করেছেন এ উইকেটরক্ষক ব্যাটার।

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৬ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্স। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৩ রান করতে সক্ষম হয় স্বাগতিকরা। জবারে ৭ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় খুলনা।

লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে নেমে এদিন চার নম্বরে ব্যাট করতে নেমে হার না মানা ৪৪ রানের ইনিংস খেলেন মুশফিক। ৩০ বলে ৪টি চার ও ১টি ছক্কায় এ রান করেন অধিনায়ক। তাতে সহজ জয়ই মিলে খুলনার। যদিও এর আগে ৪৮ রানের ইনিংস খেলে কাজটা সহজ করে দিয়েছেন ক্যারিবিয়ান তারকা আন্দ্রে ফ্লেচার।

এছাড়া বিপিএল শুরুর আগেই জানিয়েছিলেন, সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় নিজের নামটা শীর্ষেই ধরে রাখতে চান মুশফিক। কিন্তু আসরের শুরুতেই টানা দুটি ফিফটিতে তাকে ছাড়িয়ে গিয়েছিলেন তামিম ইকবাল। নিশ্চয়ই ব্যাপারটা ভালো লাগেনি তার। তবে এদিন চট্টগ্রামের বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংসে ফের তামিমকে ফের পেছনে ফেলেছেন এ ব্যাটার।

ম্যাচ শেষে নিজের ব্যাটিং নিয়ে সন্তুষ্টির কথাই বললেন মুশফিক, 'নিজের ব্যাটিং আজ উপভোগ করেছি। শেষ কয়েকটি ইনিংসে আমি খুব বেশি সময় পাইনি। অন্য প্রান্ত থেকে ফ্লেচার ভালো করেছে। সে আমার কাজটা সহজ করে দিয়েছে। ভালো লাগছে। আমাদের সামনে আরও অনেক ম্যাচ আছে। কালও একটি বড় ম্যাচ আছে। আমরা সেটার জন্য প্রস্তুত হচ্ছি।'

জয়ের পেছনে বোলারদের অবদানটাও তুলে ধরেন অধিনায়ক, 'ছেলেরা এই উইকেটে যেভাবে বোলিং করেছে সেটা এক কথায় অসাধারণ। ফিল্ডিংও দারুণ ছিল। আমরা জানতাম এই উইকেটটা কেমন হবে। তাই আমরা উইকেট নিয়ে না ভেবে নিজেদের দক্ষতা নিয়ে ভেবেছি। চেষ্টা করেছি ওদের অল্প রানে বেঁধে ফেলতে। ব্যাটসম্যানরাও ভালো করেছে। ফ্লেচার দারুণ ছিল।'

সবমিলিয়ে এটাকে দলগত জয়ই বলে মনে করেন মুশফিক, 'টি-টোয়েন্টিতে একজন বোলার কিংবা একজন ব্যাটসম্যান সবসময় ম্যাচ জেতাতে পারে না। সামগ্রিকভাবে সবাই ভালো করলে ধারাবাহিকভাবে জেতা যায়। আজ আমাদের বেশ কয়েকজন বোলার শুরুতে ও মাঝের ওভারে ভালো বোলিং করেছে। পরের ম্যাচগুলোতেও একই কাজ করার চেষ্টা করব।'

Comments

The Daily Star  | English

Chief Adviser suggests minimum voter age of 17

"If the majority of the people of the country like the age to be recommended by the Commission, I will accept it"

2h ago