দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ঢাকায় যোগ দিলেন দুই আফগান

Qais Ahmad & Fazal Haq

এবার বিপিএলে নামে-ভারে আর অভিজ্ঞতায় ভরপুর বড় তারকাদের নিয়ে দল সাজিয়েছিল মিনিস্টার ঢাকা। কিন্তু মাঠের খেলায় মিলল উল্টো ছবি। প্রথম চার ম্যাচের তিনটিতেই হেরে অনেকটা দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার অবস্থা মাহমুদউল্লাহ রিয়াদের দলের।

এই সংকট সময়েই ঢাকার স্কোয়াডে যুক্ত হয়েছেন আরও দুই বিদেশি ক্রিকেটার। দুজনই আফগান। ড্রাফটের বাইরে থেকে সরাসরি ঢাকা দলে নিয়েছিল আফগান লেগ স্পিনার কাইস আহমেদকে। তিনি এসে চট্টগ্রামে যুক্ত হয়েছেন দলের সঙ্গে। ড্রাফট থেকে আফগান বাঁহাতি পেসার ফজল হক ফারুকিকেও নিয়েছিলেন মাহমুদউল্লাহরা। এই পেসারও বাংলাদেশে এসে পৌঁছেছেন। শুক্রবার পরের ম্যাচেই একাদশের বিবেচনায় থাকতে পারবেন তারা।

মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে তামিম ইকবাল, মাশরাফি মর্তুজাকে নিয়ে অভিজ্ঞ দল বানিয়েছিল ঢাকা। কিন্তু চার ম্যাচের তিনটা হেরে যাওয়ায় প্লে অফে যাওয়ার পথ এখন তাদের বেশ কঠিন। বাকি ছয় ম্যাচে খুব বেশি পয়েন্ট খোয়ানোর বাস্তবতা নেই তাদের সামনে।

চট্টগ্রাম পর্বে ঢাকা খেলবেই একটিই ম্যাচ। শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ সিলেট সানরাইজার্স। একই প্রতিপক্ষের বিপক্ষে সর্বশেষ ম্যাচও খেলেছিল ঢাকা। তবে চরম ব্যাটিং ব্যর্থতায় হেরে যায় অভিজ্ঞদের দল। ফিরতি দেখায় জিততে নিশ্চিতভাবে মরিয়া থাকবে মাহমুদউল্লাহর দল।

মিনিস্টার ঢাকা স্কোয়াড:

সরাসরি: মাহমুদউল্লাহ, নাজিবউল্লাহ জাদরান (আফগানিস্তান), ইসুরু উদানা (শ্রীলঙ্কা), কাইস আহমেদ (আফগানিস্তান), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ)।

ড্রাফট থেকে দেশি: তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফি বিন মর্তুজা, শুভাগত হোম চৌধুরী, নাঈম শেখ, আরাফাত সানি, ইমরানুজ্জামান, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম অমি, শামসুর রহমান শুভ ও ইবাদত হোসেন।

ড্রাফট থেকে বিদেশি: মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান), ফজল হক ফারুকি (আফগানিস্তান)।

ড্রাফট শেষ হওয়ার পর: রিশাদ হোসেন।

Comments

The Daily Star  | English

Consensus key to reforms, election

Chief Adviser Muhammad Yunus yesterday said reforms without consensus and elections without reforms would not be able to take Bangladesh forward.

8h ago