চোটে পড়লেন ঢাকাকে হারানোর নায়ক অপু
উইকেটের সুবিধা কাজে লাগিয়ে অসাধারণ বল করে অভিজ্ঞদের দল মিনিস্টার ঢাকাকে ধসিয়ে দেন নাজমুল ইসলাম অপু। আনন্দের ম্যাচ তার জন্য আনল অস্বস্তিও। সিলেট সানরাইজার্সের জয়ে ম্যাচ সেরা হওয়া এই স্পিনার পড়েছেন ইনজুরিতে।
সিলেট সানরাইজার্স জানিয়েছে, ফিল্ডিং করার সময় ডানহাতে চোট পান অপু। বাঁহাতি স্পিনার হওয়ায় খেলা চালিয়ে গেছেন টেপ লাগিয়ে। তবে ম্যাচ শেষে তার হাতে দিতে হয়েছে দুটো সেলাই। এতে করে পরের ম্যাচে তাকে পাওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকল।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মিনিস্টার ঢাকাকে মাত্র ১০০ রানে গুটিয়ে ৭ উইকেটে অনায়াস জয় পায় সিলেট। ঢাকার ইনিংস ধসিয়ে দিতে মূল ভূমিকাই ছিল অপুর। বাঁহাতি স্পিনে মাত্র ১৮ রান দিয়ে তিনি নিয়েছেন ৪ উইকেট।
এবারের বিপিএলে এখনো পর্যন্ত উইকেট শিকারে শীর্ষেও আছেন অপু। দুই ম্যাচে মাত্র ৫ গড়ে নিয়ে নিয়েছেন ৭ উইকেট। ওভারপ্রতি তার বল থেকে মাত্র ৪.৩৭ রান করে নিতে পেরেছেন ব্যাটাররা।
চোটে পড়লেও পরের ম্যাচের আগে সেরে উঠার সময় আছে অপুর। ঢাকায় প্রথম ধাপের খেলা মঙ্গলবারই শেষ। এরপর খেলা হবে চট্টগ্রামে। আগামী শুক্রবার (২৮ জানুয়ারি) সিলেটের পরের ম্যাচের প্রতিপক্ষও মিনিস্টার ঢাকা। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় ফিরতি লড়াইয়ে মুখোমুখি হবে দুদল। গুরুত্বপূর্ণ সেই ম্যাচের আগে দলের অন্যতম সেরা স্পিনারকে পাওয়ার ব্যাপারে আশাবাদী সিলেট।
Comments