৪০২ দিন পর মাঠে ফিরলেন মাশরাফি

ছবি: ফিরোজ আহমেদ

ফিরি ফিরি করেও ফেরা হচ্ছিল না। ইনজুরি পিছিয়ে দিচ্ছিল বার বার। মাঝে পার হলো গোটা একটি বছর। সবমিলিয়ে ৪০২ দিন। অবশেষে ফের মাঠে ফিরলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

মঙ্গলবার বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে সিলেট সানরাইজার্সের বিপক্ষে মাঠে নেমেছেন মিনিস্টার ঢাকার ৩৮ বছর বয়সী পেসার মাশরাফি। খেলার কথা ছিল আগের দিন ফরচুন বরিশালের বিপক্ষেই। শেষ পর্যন্ত মাঠে নামা হয়নি তার। একদিন বাড়তি বিশ্রাম নিয়ে ফিরলেন সিলেটের বিপক্ষে।

২০২১ সালে কোনো ম্যাচেই খেলেননি মাশরাফি। সে বছর বিপিএল হয়নি। ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি হলেও ফিটনেস সমস্যায় তখন খেলতে পারেননি তিনি। পরে ফিটনেস নিয়ে কাজ করে এবারের বিপিএল দিয়ে ফিরলেন এ পেসার। প্লেয়ার্স ড্রাফটে তাকে দলে নেয় মিনিস্টার ঢাকা।

চলতি আসরে খেলার জন্য অবশ্য অনেক দিন থেকেই চেষ্টা চালিয়ে গেছেন মাশরাফি। ওজনও কমিয়েছেন। কিন্তু আসর শুরুর আগে অনাকাঙ্ক্ষিত ইনজুরি। সে ইনজুরি কাটিয়ে ফিরলেন এ পেসার। এ আসরে এরমধ্যেই মিস করেছেন তিনটি ম্যাচ।

মূলত ফিটনেস ট্রেনিংয়ের সময় পিঠে টান লাগে তার। ব্যথার কারণে বোলিং করা হয়নি আর। পরে ব্যথানাশক ইনজেকশনে সাময়িক পরিত্রাণ মিললেও গ্লুটসের চোটে পড়েন ফের। যে কারণে প্রথম তিন ম্যাচ খেলতে পারেননি তিনি।

সবশেষ ২০১৮ সালের ১৮ ডিসেম্বর মাঠে নেমেছিলেন মাশরাফি। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার হয়ে খেলেছিলেন এ পেসার। এর আগে ক্যারিয়ারের শুরুর দিকে চোটের কারণে এতো লম্বা সময় মাঠের বাইরে ছিলেন তিনি। ২০০১ সালের ডিসেম্বর থেকে ২০০৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তখন ছিল ৪০৮ দিনের বিরতি।

Comments

The Daily Star  | English

A rush to heal exposed banking wounds

In October, a video on social media showed the manager of Social Islami Bank’s Agargaon branch breaking down in tears after enduring harsh verbal abuse from frustrated customers seeking to withdraw cash.

2h ago