ইনিংস লম্বা করলেই কাজ হয়ে যাবে, জানতেন শুভাগত
তৃতীয় ওভারে ১০ রানেই নেই ৪ উইকেট। মিনিস্টার ঢাকা দেখছিল আরেকটি হার। তবে খাদের কিনারে থেকে ঘুরে দাঁড়িয়ে হিসাব বদলে দিল তারা। চরম বিপর্যয়ে পাল্টা আক্রমণ শুরু শুভাগত হোমের ব্যাটেই। মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ৬৯ রানের জুটিতে তিনিই ছিলেন বেশি সচল। তার ফেরার পর মাহমুদউল্লাহকে নিয়ে বাকি কাজ সেরেছেন আন্দ্রে রাসেল।
ঢাকার জয়ে ব্যাটে-বলে অবদান রাখা শুভাগত জানালেন, কঠিন পরিস্থিতিতেই পরিকল্পনা থেকে নড়ে যাননি তারা।
ফরচুন বরিশালের ১২৯ রান টপকে ১৫ বল আগেই ম্যাচ জিতে নেয় ঢাকা। বোলিংয়ে ১৯ রানে ১ উইকেট নেওয়ার পর দলের বিপর্যয়ে ২৫ বলে ২৯ করেন শুভাগত। শেষ পর্যন্ত টিকে মাহমুদউল্লাহ করেন ৪৭ বলে ৪৭। শেষের ঝড় তুলে ১৫ বলে ৩১ করে নিজের দায়িত্ব সারেন রাসেল।
পঞ্চম উইকেটে ৬৯ রানের জুটিতে শুভাগত ব্যাট থেকে আসে ২৫ বলে ২৯, মাহমুদউল্লাহ করেন ৩৭ বলে ২৮। লক্ষ্য নাগালের মধ্যে থাকায় ওই জুটিতেই হয়ে যায় জয়ের ভিত।
ম্যাচ শেষে শুভাগত জানালেন, দ্রুত ৪ উইকেট পড়ার পরও জেতার আশা জিইয়ে ঠিকই পথ খুঁজে নেন তারা, 'চার উইকেট যাওয়ার পর আমি ব্যাট করতে গিয়েছি। দলের ভেতরে কি কথা হচ্ছিল জানি না। তবে ক্রিজে আমার আর রিয়াদের মধ্যে কথা হচ্ছিল যে যতটা পারি ইনিংস লম্বা করব। বলের মেরিট অনুযায়ী খেলব, বাড়তি কোন শট খেলব না। সেভাবেই এগিয়েছি।'
'রিয়াদের সঙ্গে যখন গেলাম কথা হলো। রিয়াদই আমাকে বলল তাড়াহুড়ো না করতে যেরকম নরমাল খেলি। উইকেটও ভাল ছিল। বল ব্যাটে আসছিল।'
প্রথম দুই ম্যাচের দুটিতেই হেরে যাওয়ার পর ব্যাকফুটে থাকা তারায় ভরা ঢাকা এই ম্যাচে নেমেছিল মরিয়া হয়ে। হারের শঙ্কা জাগা ম্যাচে শেষ পর্যন্ত জয় এসেছে স্বস্তির জয়। মঙ্গলবার নিজেদের চতুর্থ ম্যাচে সিলেট সানরাইজার্সের বিপক্ষে নামবে মাহমুদউল্লাহর দল।
Comments