‘স্পোর্টিং উইকেট হবে’, বিশ্বাস সাকিবের

Shakib Al Hasan

বিপিএলে উইকেট নিয়ে বিতর্ক কম নয়। টি-টোয়েন্টির চাহিদার বিপরীতে মন্থর ও অসমান বাউন্সের উইকেট পেয়ে ক্ষোভ জানিয়ে ক্রিকেটারদের শাস্তি পাওয়ার ঘটনাও আছে। এবারও উইকেট নিয়ে থাকছে সংশয়। যদিও বিসিবি বলছে উইকেট যথেষ্ট স্পোর্টিং করার চেষ্টায় আছেন তারা। সাকিব আল হাসানও আস্থা রাখছেন এই কথায়।

শুক্রবার দুপুর দেড়টায় বিপিএলের প্রথম ম্যাচে সাকিবের ফরচুন বরিশাল মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। এই ম্যাচেও বোঝা যাবে উইকেটের চরিত্র হতে যাচ্ছে কেমন।

প্রথম ম্যাচে নামার আগে বৃহস্পতিবার নিবিড় প্রস্তুতি সেরে সাকিব কথা বলেছেন উইকেট নিয়ে। আগের বছরগুলোতে যাইহোক না কেন এই শীর্ষ অলরাউন্ডারের বিশ্বাস এবার উইকেট থাকবে স্পোর্টিং,  'আমি যদিও এখনো দেখতে পাইনি (উইকেট)...আমি বিশ্বাস করি ভাল স্পোর্টিং উইকেট হবে। যেখানে সবার জন্য কিছু না কিছু থাকবে, আশা করছি ভাল একটা ম্যাচ দিয়ে বিপিএলটা শুরু হবে।'

উইকেটের যতই ভালো হোক বাংলাদেশের উইকেটে স্পিনাররাই থাকবেন মুখ্য ভূমিকায়। এসব উইকেটে স্ট্রাইক রোটেট করা ব্যাটসম্যানরাও হবেন কার্যকর। সব মিলিয়ে কন্ডিশন বিবেচনায় কোন দল কেমন হয়েছে তা এখনি বুঝতে পারছেন না সাকিব। তারমতে কোন দল আসলে শক্তিশালী সেই ধারণা পেতে অন্তত দুইটা ম্যাচ দেখা দরকার ' টুর্নামেন্ট শুরুর আগে আসলে এগুলো বলাটা মুশকিল, বাকি ৬দলের সঙ্গে আমাদেরও একই রকম মনে হচ্ছে এখন।'

'গুরুত্বপূর্ণ হচ্ছে একটা দুইটা ম্যাচ গেলে অনেক বেশি বিশ্লেষণ করা সম্ভব। এখন যেটা মনে হচ্ছে খুবই ভারসাম্যপূর্ণ একটা দল, সবই নির্ভর করে যখন টুর্নামেন্টটা শুরু হয় তারপরে।' 

Comments

The Daily Star  | English
New textbooks will say Ziaur Rahman declared independence

New textbooks will say Ziaur Rahman declared independence

The new textbooks for primary and secondary students will now state that Ziaur Rahman declared the independence of Bangladesh in 1971.

13h ago