এখনই বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী
আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ভোজ্য তেলের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ বুধবার সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্য তেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের জিজ্ঞাসা না করেই তারা নিজেরা নিজেরা কিছুটা দাম বাড়িয়েছিল। সেটাও তারা কনসিডার করবে বলেছে।
টিপু মুনশি বলেন, এমন কিছু আমরা কেউ করতে পারি না যাতে করে আল্টিমেটলি জনগণ সাফারার হয়। ভারতে আরও আরেকটি বড় সুবিধা হলো ডিউটি স্ট্রাকচার আমাদের থেকে কম। আমরা যেখানে ১৮ থেকে ২০ শতাংশ, সেখানে তারা ৫ শতাংশ নেয়। এসব বিবেচনা করেই তো আমাদের সব দেখতে হবে, ওরাও তো গ্লোবাল মার্কেট থেকে ইমপোর্ট করে।
আমি রিকোয়েস্ট করেছি যে, একটুখানি আমাদের সময় দেন। আমরা আগামী মাসের ৬ তারিখ মানে ১৬ দিন পরে বসে জাস্টিফাই করে দাম বাড়ানোর যদি প্রয়োজন হয় বাড়াবো, কমানোর যদি প্রয়োজন হয় কমাবো বা অপরিবর্তিত থাকবে। আপনারা লক্ষ্য করেছেন, যে কন্টেইনারের দাম ছিল ২ হাজার থেকে আড়াই হাজার টাকা। সেটার দাম বেড়ে হয়েছে ৮ থেকে ১০ হাজার টাকা।
তিনি আরও বলেন, রমজানে দেখেন...আমরা কথায় কথায় আল্লাহ খোদার কথা বলি, কাজের সময় উল্টোটা করি। সারা পৃথিবীতে রিলিজিয়াস প্রোগ্রামগুলো আগে ডিসকাউন্ট দেওয়া হয়। স্ট্রেইট ২৫ শতাংশ, ৩০ শতাংশ ডিসকাউন্ট দিচ্ছে। আমাদের এখানে উল্টোটা। ঈদ এলেই দেয় দাম বাড়িয়ে।
Comments