নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপ কি কোনো গুরুত্ব বহন করে?
নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির বৈঠক শেষ হয়েছে। তবে, এই বৈঠকে বিএনপি, সিপিবি, বাসদসহ ৭টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি। স্বাধীনতার ৫০ বছর পর গুরুত্বপূর্ণ এসব দলের মতামত ছাড়াই অবশেষে আইনের অধীনে আসতে পারে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া।
সবগুলো দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন করা হলে তা কি আদৌ গ্রহণযোগ্য হবে? রাষ্ট্রপতির সংলাপ কি আসলেই গুরুত্বহীন ছিল? এই পরিস্থিতিতে যদি দেশের অন্য বড় রাজনৈতিক দলগুলো আগামী জাতীয় নির্বাচনে অংশ না নেয়, সেক্ষেত্রে কি আবারও প্রশ্নবিদ্ধ হবে জাতীয় নির্বাচন?
নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপের গুরুত্ব এবং গ্রহণযোগ্যতা নিয়ে আজকের স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে মোহাম্মদ আল-মাসুম মোল্লার সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের চিফ রিপোর্টার পার্থ প্রতীম ভট্টাচার্য্য।
Comments