বিপিএল শুরুর আগেই উইকেট নিয়ে ‘দুশ্চিন্তা’ 

Tamim Iqbal & Gamini De Silva
ছবি: একুশ তাপাদার

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের প্রধান কিউরেটর গামিনী ডি সিলভাকে একাডেমি মাঠে ঢুকতে দেখেই ডাক দিলেন তামিম ইকবাল। কুশল জিজ্ঞেস করার আগেই তার প্রশ্ন, 'সিলেটের উইকেটের কাহিনীটা কি?'

বরাবরের মতো বিপিএলের বেশিরভাগ ম্যাচই হবে মিরপুরের মাঠে। মিরপুরের চিরায়ত মন্থর ও টার্নিং উইকেট ব্যাটসম্যানদের জন্য ভীষণ চ্যালেঞ্জের। মিরপুরের বাইরে চট্টগ্রাম ও সিলেটের মাঠে হতো রান। এবারও দুই ভেন্যুতে আছে ম্যাচ। কিন্তু ক্রিকেটারদের দুশ্চিন্তার কারণ হয়ে দেখা দিয়েছে সিলেটের উইকেটের সাম্প্রতিক আচরণ। 

সম্প্রতি তামিম স্বাধীনতা কাপ ওয়ানডে টুর্নামেন্টে দুই ম্যাচ খেলেছেন সিলেটে। এবারের অভিজ্ঞতা তাকে করেছে অবাক। প্রধান কিউরেটর গামিনিকে ডেকে সেটাই শেয়ার করলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। 

রোববার একাডেমি মাঠে অনুশীলনে নামার আগে তামিম  আলাদাভাবে কথা বলে গামিনীকে বুঝাতে চাইলেন সিলেটের উইকেটের মন্থরতা, অসমান বাউন্সের কথা। 

এবার বাংলাদেশ ক্রিকেট লিগ-বিসিএলের ওয়ানডে আসর স্বাধীনতা কাপের সব ম্যাচই হয় সিলেটের দুই মাঠে। সিলেটের একাডেমি মাঠে একটি ম্যাচে হয়েছিল ২৬৫। বাকি কোন ম্যাচে কোন দলই করতে পারেনি দুশো রান। বেশিরভাগ সময় বল থেমে এসেছে ব্যাটে। বাউন্স থাকেনি সমান। অথচ এক সময় দেশের সবচেয়ে বাউন্সের উইকেট বলে পরিচিত ছিল সিলেট। বড় রানের দেখা মিলত হরহামেশা। 

সর্বশেষ জাতীয় ক্রিকেট লিগ এবং তার আগে আফগানিস্তানের বিপক্ষে যুব দলের সিরিজেও সিলেটের মাঠে দেখা মেলেনি রানের। 

এবার সিলেটে আছে তিন দিনে আছে  মোট ছয় ম্যাচ। চার দিনে চট্টগ্রামে ম্যাচ আছে ৮টি। বাকি সব খেলাই মিরপুরে। টি-টোয়েন্টির আসরে বড় রান না এলে টুর্নামেন্টের আকর্ষণও কমে যেতে পারে। শেষ পর্যন্ত উইকেট কেমন হয় তা নিয়ে চিন্তিত দেখাল ক্রিকেটারদের। 

 
 

Comments

The Daily Star  | English

Khaleda departs for London

The air ambulance ferrying the former prime minister departed from Hazrat Shahjalal International Airport at 11:47pm

4h ago