‘জাদুকরী মুহূর্ত’, বাংলাদেশকে প্রশংসায় ভাসাচ্ছেন বিশ্ব তারকারা

Bangladesh cricket team
জয়ের পর বাংলাদেশ দলের উল্লাস। ছবি: টুইটার

চতুর্থ দিনের পর যে পরিস্থিতি তৈরি করেছিল বাংলাদেশ, ম্যাচটির দিকে তাই তাকিয়ে ছিলেন ক্রিকেট রোমান্টিকরা। ধারাভাষ্যকার হার্শা ভোগলে আগের দিনই টুইট করে লিখেছিলেন, 'মাউন্ট মাঙ্গানুইতে হয়ত কিছু হতে চলেছে।' হয়েও গেল। নিউজিল্যান্ডকে হারিয়ে দিল বাংলাদেশ। মুমিনুল হকদের এমন জয়ের পর টুইটারে সাবেক ও বর্তমান ক্রিকেটাররা করছেন প্রশংসা, বাংলাদেশকে জানাচ্ছেন অভিনন্দন।

বাংলাদেশের জয় নিশ্চিতের পরই একদম সাত সকালে টুইট করে ভারতের সাবেক ব্যাটসম্যান ভিভিএস লক্ষণ বাহবা দেন বাংলাদেশকে, 'মাউন্ট মাঙ্গানুইতে ইতিহাস তৈরি করার জন্য

বাংলাদেশকে অভিনন্দন। নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে টেস্ট জয় একটা দুর্দান্ত অর্জন। আমি নিশ্চিত এই জয়ের অনেকদিন মনে থাকবে।'

কিউই সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার ড্যানি মরিসনের মতে বাংলাদেশের ক্রিকেটের জন্য এটি একদম জাদুকরী মুহূর্ত,  'মনে রাখার মতো দিন। বাংলাদেশের ক্রিকেটের জন্য জাদুকরী মুহূর্ত। ইতিহাস তৈরি হয়েছে। দুর্দান্ত।'

বাংলাদেশের জয়ের মুহূর্তের ভিডিও টুইটারে শেয়ার করে অভিনন্দিত করেছেন অজি সাবেক পেসার জেসন গিলেস্পি। সাবেক ক্যারিবিয়ান তারকা ও ধারাভাষ্যকার ইয়ান বিশপের মনও স্পর্শ করে গেছে বাংলাদেশের সাফল্য, 'দুর্দান্ত বাংলাদেশ, ২০২২ সাল একটি অর্জন দিয়ে শুরু হলো।'

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন বাংলাদেশের জেতার আভাস পেয়ে চতুর্থ দিনেই লিখেছিলেন, 'অবিশ্বাস্য পারফর্ম করছে বাংলাদেশ। জিততে পারলে হবে সেরা অর্জন।' জেতার ভন লিখেছেন, 'অসাধারণ বাংলাদেশ।'

ভারতের সাবেক ওপেনার ওয়াসিফ জাফর বাংলাদেশকে দিয়েছেন টুপি খোলা অভিনন্দন, 'বাংলাদেশ দলের জন্য দারুণ এক মুহূর্ত। তাদের টুপি খোলা অভিনন্দন।' শ্রীলঙ্কান টেস্ট অধিনায়ক দিমুথ করুনারত্নেও বাংলাদেশের জয়কে দেখছেন ক্রিকেটীয় প্রেক্ষিতে বিশেষ কিছু হিসেবে। 

খ্যাতিমান ক্রিকেট লেখক সম্বিত বলের ব্যাখ্যা করেছেন বাংলাদেশের এই জয় কেন এত বিশেষ, 'বাংলাদেশের জয় কয়েকটি কারণে স্মরণীয়। এটা একদম দাপুটে। তারা পুরো টেস্টেই প্রভাব বিস্তার করেছে। তারা তাদের শীর্ষস্থানীয় দুজন টেস্ট খেলোয়াড়কে ছাড়া খেলেছে। এবং অবশ্যই তারা এমন একটি দলকে হারিয়েছে যারা ঘরের মাঠে খুব একটা হারে না।'

নিউজিল্যান্ডে গিয়ে গত ২০ বছরে দ্বিপাক্ষিক সিরিজে সব সংস্করণ মিলিয়ে ৩২ ম্যাচ খেললে এর আগে কখনই জেতেনি বাংলাদেশ। এমন একটি দলের একদম টেস্টে জিতে যাওয়ার প্রত্যাশা করেনি কেউ। বাংলাদেশ দল তাই ছাড়িয়ে গেছে প্রত্যাশার মাত্রা।

Comments

The Daily Star  | English

Shammo murder: JCD blocks Shahbagh demanding justice

The protesters also demanded the resignation of the VC and proctor of Dhaka University

53m ago