কারিগরিতে পাসের হার সর্বনিম্ন ৮৮ দশমিক ৪৯ শতাংশ
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮৮ দশমিক ৪৯ শতাংশ।
আজ বৃহস্পতিবার পরীক্ষার ফল ফলাফল ঘোষণার পর এ তথ্য জানা যায়।
এবার মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৫৫ হাজার ৫১৪ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৬১৩ জন।
উত্তীর্ণদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ১৮৭ জন। জিপিএ-৫ পাওয়ার হার ৩ দশমিক ৩৪ শতাংশ।
গত বছর পাসের হার ছিল ৭২ দশমিক ৭০ শতাংশ।
যেভাবে ফল জানা যাবে
মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে ফলাফল জানা যাবে।
Comments