অযৌক্তিক ভাড়া: সরকার, বিমান ও বায়রাকে আইনি নোটিশ
প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের জন্য বিমান ভাড়া যৌক্তিক পর্যায়ে রাখতে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
আজ মঙ্গলবার আইনজীবী শিশির মোহাম্মদ মনির এ নোটিশ পাঠান।
শিশির মনির ৮ প্রবাসী বাংলাদেশি শ্রমিকের পক্ষে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রিক্রুটিং এজেন্সিকে (বায়রা) আইনি নোটিশ পাঠিয়েছেন।
নোটিশে আইনজীবী জানতে চেয়েছেন, অনিয়ম, দুর্নীতি ও বিমান টিকিটের অস্বাভাবিক ভাড়ার সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেন যথাযথ ব্যবস্থা নেওয়া হবে না, তা ৭ দিনের মধ্যে ব্যাখ্যা করতে।
Comments