মালয়েশিয়া থেকে অনথিভুক্ত অভিবাসীরা ৩০ জুন পর্যন্ত দেশে ফিরতে পারবেন

প্রতীকী ছবি

মালয়েশিয়া থেকে অনথিভুক্ত অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কর্মসূচি ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক খায়রুল জাইমি দাউদের বরাত দিয়ে মালয়েশিয়ান দৈনিক দ্য স্টার আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক এক বিবৃতিতে বলেন, 'বুধবার মন্ত্রিসভার বৈঠকে এ মেয়াদ বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে।'

তিনি জানান, গত বছরের ডিসেম্বর থেকে এ বছরের ২১ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচির আওতায় স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে ১ লাখ ৯২ হাজার ২৮১ জন অনথিভুক্ত অভিবাসী নিবন্ধন করেছেন।

তাদের মধ্যে ইন্দোনেশিয়ার ৯৯ হাজার ৪৭ জন, বাংলাদেশের ২৬ হাজার ৮২১ জন ও ভারতের ২৩ হাজার ৮৪৪ জন।

ইতিমধ্যে ১ লাখ ৬২ হাজার ৮২৭ জন দেশে ফিরে গেছেন বলে জানান খায়রুল জাইমি।

যারা নিজ দেশে ফেরার অপেক্ষা করছেন তাদের বিমানবন্দর এবং জেটি টার্মিনালে অযথা ভিড় না বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি।

এ কর্মসূচির আওতায় অনথিভুক্ত অভিবাসীরা কর্তৃপক্ষের নির্ধারিত কিছু শর্ত পূরণ করে স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে পারছেন।

আগ্রহীদের নিজ দেশের দূতাবাস থেকে ভ্রমণের অনুমোদন নিয়ে ফ্লাইটের বা ফেরির টিকিট নিতে হবে।

Comments