বান্দরবানে ২ সন্তানকে আটকে অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণ
বান্দরবানের লামা উপজেলায় ২ শিশুকে ঘরে আটকে রেখে অন্তঃসত্ত্বা এক নারীকে ঘরের বাইরে বেঁধে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, আজ বৃহস্পতিবার ভোররাতে এই ঘটনা ঘটে। ওই নারী ৬ মাসের অন্তঃসত্ত্বা।
ওই নারীর উদ্ধৃতি দিয়ে ওসি বলেন, 'জয়নাল (৩২) ও আরেকজন প্রথমে তার ২ সন্তানকে ঘরের ভেতর আটকে রাখে। পরে তাকে বেঁধে ধর্ষণ করে।'
ওসি বলেন, 'আমরা খবর পেয়ে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।'
এ ছাড়াও ওই বাড়ি থেকে দুর্বৃত্তরা মূল্যবান জিনিসপত্র ও স্বর্ণ লুট করেছে বলেও অভিযোগ করেছে পরিবারের সদস্যরা।
Comments