ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে ২৫ ডিসেম্বর থেকে বিমানের ফ্লাইট চালু

ফাইল ফটো

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ২৫ ডিসেম্বর থেকে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে আবার ফ্লাইট চালু করতে যাচ্ছে।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান এ তথ্য জানিয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সর্বশেষ ২০২০ সালের ২৯ মার্চ এ রুটে ফ্লাইট পরিচালনা করে।

বিমান জানায়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের ফ্লাইট ২৫ ডিসেম্বর স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় উড্ডয়ন করে সিলেট পৌঁছাবে দুপুর ১টা ১০ মিনিটে।

এরপর ফ্লাইটটি সিলেট থেকে ম্যানচেস্টারের উদ্দেশে দুপুর সোয়া ২টায় যাত্রা করবে এবং ম্যানচেস্টার পৌঁছাবে স্থানীয় সময় রাত ৮টায়।

ফিরতি ফ্লাইট ম্যানচেস্টার থেকে ২৬ ডিসেম্বর স্থানীয় সময় রাত ৮টায় ছেড়ে এসে সিলেট পৌঁছাবে পরদিন দুপুর ১২টায় এবং সিলেট থেকে দুপুর ১টায় যাত্রা করে ঢাকায় পৌঁছাবে দুপুর পৌনে ২টায়।

বিমানের অত্যাধুনিক ড্রিমলাইনারের মাধ্যমে ম্যানচেস্টার ফ্লাইট পরিচালিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৩০ ডিসেম্বর থেকে আগামী ২৫ মার্চ পর্যন্ত এ রুটে প্রতি বৃহস্পতিবার ও রোববার সপ্তাহে ২টি করে ফ্লাইট পরিচালনা করা হবে।

২ ডোজ করোনা টিকা গ্রহণকারীদের যুক্তরাজ্যে প্রবেশের ক্ষেত্রে টিকা নেওয়ার ১৪ দিন পর থেকে ফ্লাইট ছাড়ার আগের ৪৮ ঘণ্টার মধ্যে অনলাইনে প্যাসেঞ্জার লোকেশন ফর্ম (পিএলএফ) পূরণ করে জমা দিতে হবে।

১২ বছর ও তদূর্ধ্ব বয়সীর যাত্রীদেরকে ফ্লাইট ছাড়ার আগের সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষা করাতে হবে এবং নেগেটিভ সনদ থাকতে হবে। যুক্তরাজ্যে পৌঁছানোর পর দ্বিতীয় দিনের মধ্যে করোনা পরীক্ষা করাতে হবে, এজন্য দেশটিতে প্রবেশের আগেই অনলাইনে বুকিং ও মূল্য পরিশোধ করতে হবে।

করোনা পরীক্ষার ফলাফল পাওয়ার আগ পর্যন্ত সেলফ আইসোলেশনে থাকতে হবে। ভ্রমণের সময় ভ্যাকসিন গ্রহণের সনদ ও করোনা পরীক্ষার সনদ সঙ্গে রাখতে হবে।

দেশটিতে ফাইজার, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, জনসন অ্যান্ড জনসন, কোভ্যাক্সিন, সিনোফার্ম এবং সিনোভ্যাকের করোনা টিকার অনুমোদন আছে।

তবে যারা করোনা টিকা নেননি তাদের ফ্লাইট ছাড়ার আগের ৪৮ ঘণ্টার মধ্যে অনলাইনে প্যাসেঞ্জার লোকেশন ফর্ম (পিএলএফ) পূরণ করে জমা দিতে হবে। ফ্লাইট ছাড়ার আগের সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষা করাতে হবে এবং নেগেটিভ সনদ থাকতে হবে।

সে দেশে পৌঁছানোর পর দ্বিতীয় দিন বা তার আগে এবং অষ্টম দিন বা তার পরে করোনা পরীক্ষা করানোর জন্য দেশটিতে প্রবেশের আগেই অনলাইনে বুকিং ও মূল্য পরিশোধ করতে হবে।

করোনা পরীক্ষার নেগেটিভ ফলাফল পাওয়া পর্যন্ত ইংল্যান্ডে নিজ বাসায় অথবা যেখানে অবস্থান করবে সেখানে ১০ দিন সেলফ আইসোলেশনে থাকতে হবে।

ইংল্যান্ড থেকে বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে ১২ বছর ও তদূর্ধ্ব বয়সী যাত্রীদের ফ্লাইট ছাড়ার আগের সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে আরটিপিসিআর করোনা পরীক্ষা করাতে হবে এবং নেগেটিভ সনদ থাকতে হবে।

Comments

The Daily Star  | English

Dhanmondi’s dining delights

In the 1990s, Dhanmondi was just another quiet neighborhood in Dhaka, with the occasional tinny tinkle of rickshaws on Satmasjid Road. If you craved something to renew your taste buds, Bailey Road, Gulshan, or Banani were the places to go.

11h ago