ফেব্রুয়ারি থেকে শাহজালালে নতুন ২৫০০ ট্রলি: বিমান প্রতিমন্ত্রী

ফাইল ছবি

বিমানবন্দরে ট্রলি সংকটের কারণে যাত্রীদের ভোগান্তির কথা শিকার করে বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, যাত্রীদের বিদেশ যাত্রা ও আগমনকে আরো আরামদায়ক করতে আগামী বছরের ফেব্রুয়ারি মাস থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন ২ হাজার ৫০০টি ট্রলি যুক্ত হচ্ছে।

আজ রোববার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিডিয়া ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

এর আগে তিনি বিমানবন্দরের ২ টার্মিনাল ঘুরে ব্যবস্থাপনা দেখেন এবং যাত্রীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, 'গত ১-২ দিন ট্রলি সংকটের জন্য অনেক যাত্রী কিছুটা ভোগান্তির শিকার হয়েছেন। এই ব্যাপারে আমরা ইতোমধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছি। বিমানবন্দরে মোট ২ হাজার ট্রলি আছে। এর মধ্যে প্রায় ৬০০ ট্রলি অচল হয়ে গেছে। কোভিডের কারণে অচল ট্রলিগুলো মেরামত করা সম্ভব হয়নি। তবে আমরা প্রতিদিন ট্রলি মেরামত করছি। বর্তমানে সচল ট্রলির সংখ্যা মোট ১ হাজার ৪০০। ৪-৫ দিনের মধ্যে আরও ৫০০ ট্রলি সচল হবে।'

তিনি আরও বলেন, 'গত ৩ দিনে বিমানবন্দরে প্রচুর যাত্রী আসা-যাওয়া করেছেন, যা কোভিড পূর্ব সময়ের থেকেও বেশি। এ ছাড়া, প্রতিদিন প্রচুর মধ্যপ্রাচ্য প্রবাসী যাত্রী করোনা টেস্টের জন্য বিমানবন্দরের পার্কিং এলাকায় যাচ্ছেন। সেখানে করোনা টেস্টের জন্য নমুনা দিয়ে ফলাফলের জন্য ৩-৪ ঘণ্টা অপেক্ষা করেন তারা। তারা ট্রলিগুলো সঙ্গে নিয়ে যাওয়ায় টার্মিনাল ভবনগুলোতে ট্রলি সংকট দেখা যায়।'

প্রতিমন্ত্রী বলেন, 'যাত্রীদের ট্রলি সংকট সমাধানে আমরা ৩২ জন কর্মীকে দায়িত্ব দিয়েছি। তারা ইউনিফর্মে থাকবেন। তারা যাত্রীদের প্রয়োজনে তাদের কাছে ট্রলি পৌঁছে দেবেন। শিগগির এই কাজের জন্য আরও ৫০ জনকে নিয়োগ দেওয়া হবে।'

এ সময় বিমানবন্দর কর্মীদের সতর্ক করে দিয়ে প্রতিমন্ত্রী বলেন, 'ট্রলি নিয়ে যদি সংকট তৈরি করা হয়, যদি সংকটের পেছনে কারও গাফিলতি পাওয়া যায়— তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তাদের চাকরিচ্যুত করা হবে।'

যাত্রীদের ইমিগ্রেশনে দীর্ঘ সময় লেগে যাওয়া এবং ইমিগ্রেশন কাউন্টারে পর্যাপ্ত পুলিশ না থাকার অভিযোগের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, 'ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইমিগ্রেশন পুলিশের এ বিষয়ে কথা হয়েছে। কোনো কাউন্টার যেন ফাঁকা না থাকে, ২৪ ঘণ্টা যেন কাউন্টার সচল থাকে, যাত্রীরা যেন অল্প সময়ে ইমিগ্রেশন করে গন্তব্যে যেতে পারেন, তা বলা হয়েছে। ইতোমধ্যে ইমিগ্রেশন কাউন্টারে পুলিশের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যাত্রীরা যাতে দেশে ফিরে দ্রুততম সময়ের মধ্যে ব্যাগেজ পান, সে বিষয়েও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।'

প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের ৮ ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে বলেন, 'পিসিআর টেস্টের জন্য ৬ ঘণ্টা সময় লাগলেও অন্যান্য কিছু দাপ্তরিক কার্যক্রমের জন্য যাত্রীদের আরো ১ থেকে দেড় ঘণ্টা সময় প্রয়োজন হয়। অনেক যাত্রী কম সময় হাতে নিয়ে আসায় শেষ পর্যন্ত ফ্লাইট মিস করাসহ নানা ভোগান্তিতে পড়েন।'

মিডিয়া ব্রিফকালে বেসামরিক বিমান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনেন্দ্র নাথ সরকার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (পরিচালন) এয়ার কমোডর সাদেকুর রহমান চৌধুরী, সদস্য (প্রশাসন) মো. মিজানুর রহমান, সদস্য (নিরাপত্তা) গ্রুপ ক্যাপ্টেন আবু সালেহ মাহমুদ মান্নাফী ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদুল আহসান উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English
Dhaka University Madhur Canteen

Madhur Canteen: The story of an eatery and Bangladesh

If one says Madhur Canteen and Bangladesh’s history is inextricably interlinked, will it be an exaggeration?

14h ago