ভিসায় ‘বাই এয়ার’ ১২৫ বাংলাদেশিকে পেট্রাপোল থেকে ফেরত

পাসপোর্টে 'বাই এয়ার' উল্লেখ থাকায় ১২৫ জন বাংলাদেশি যাত্রীকে ভারতে ঢুকতে দেয়নি পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ছবি: স্টার

মেডিকেল ভিসা নিয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে আজ বৃহস্পতিবার ভারতে যাওয়ার সময় ১২৫ জন বাংলাদেশি যাত্রীকে ফেরত পাঠিয়েছে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

চেকপোস্ট থেকে ফেরত পাঠানো এই যাত্রীদের 'বাই এয়ার' মেডিকেল ভিসা ছিল। করোনাকালে ফ্লাইট বন্ধ থাকায় এ ধরনের ভিসাধারীদের বেনাপোল দিয়ে ভারতে ঢোকার অনুমতি দিয়েছিল দেশটির কর্তৃপক্ষ। এতদিন এভাবে ভারতে যেতে কারও সমস্যাও হয়নি। কিন্তু আজ থেকে ভিসায় 'বাই এয়ার' উল্লেখ থাকলে কাউকে স্থল পথে গ্রহণ করা হবে না জানিয়ে যাত্রীদের ফেরত পাঠিয়েছেন ভারতের কর্মকর্তারা।

পেট্রাপোল থেকে থেকে ফিরে আসা সাতক্ষীরার দেবহাটা উপজেলার কামরুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, তার স্ত্রী সন্তানদের ভিসায় পেট্রাপোলের কথা উল্লেখ থাকায় তারা ইমিগ্রেশন ছাড়পত্র পেয়েছে। কিন্তু তার নিজের ভিসায় 'বাই এয়ার' উল্লেখ থাকায় তাকে আটকে দেওয়া হয়।

বেনাপোলের ইমিগ্রেশন কর্মকর্তা মোহাম্মাদ রাজু আহম্মেদ দ্য ডেইলি স্টারকে বলেন, সারাদিনে আটকে থাকা এসব যাত্রীদের সন্ধ্যার পর বাংলাদেশে ফেরত পাঠানো হয়। রাত ৮টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতে আরও ৭০ জন যাত্রী অবস্থান করছিলেন।

Comments

The Daily Star  | English

Bangladesh asks India to halt border push-ins, cites security concerns

The move follows reports that BSF pushed in around 300 people into Bangladesh between May 7 and May 9

31m ago