মুশফিক-লিটনকে হারিয়ে সাকিবের দিকে তাকিয়ে বাংলাদেশ
ফলো অনে নেমে মধ্যাহ্ন বিরতির আগে দ্রুত ৪ উইকেট হারানোর পর জুটি বাঁধলেন মুশফিকুর রহিম ও লিটন দাস। তাদের ব্যাটে মিলল প্রতিরোধ গড়ার চেষ্টা। আলগা শটে লিটনের বিদায়ের পর সাকিব আল হাসানকে সঙ্গী হিসেবে পেলেন মুশফিক। আভাস থাকলেও তাদের জুটি হলো না লম্বা। দুর্ভাগ্যজনকভাবে দ্বিতীয় সেশনের শেষ বলে রানআউটে কাটা পড়লেন মুশফিক। ম্যাচ বাঁচাতে তাই সাকিবের ব্যাটের দিকে তাকিয়ে বাংলাদেশ।
বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে পঞ্চম ও শেষদিনের চা বিরতি পর্যন্ত দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ৬ উইকেটে ১৪৭ রান। প্রথম ইনিংসে কেবল ৮৭ রানে গুঁড়িয়ে যাওয়ায় ইনিংস হার এড়াতে তাদের এখনও চাই ৬৬ রান। হাতে রয়েছে ৪ উইকেট। দিন পার করে ম্যাচ ড্র করতে হলে খেলতে হবে আরও পুরো এক সেশন। উইকেটে বাংলাদেশের ভরসার নাম হয়ে সাকিব আছেন ৫৬ বলে ২৫ রানে।
লাঞ্চের পর নেমে সাবলীল শুরু করেছিলেন লিটন-মুশফিক। অনায়াসে এগিয়ে নিচ্ছিলেন দলের রান। ছন্দে থাকা লিটন সিরিজে তৃতীয়বারের মতো ছিলেন ফিফটির কাছে। কিন্তু সাজিদ খানকে ব্যাখ্যাতীত এক শটে বিলিয়েছেন উইকেট। অনেক শর্ট বল পুল করতে গিয়ে ক্যাচ দেন স্কয়ার লেগে। ৮১ বলে লিটন থামেন ৪৫ রান করে।
এরপর সাকিব নেমে জুটি গড়েন মুশফিকের সঙ্গে। বেশ অনায়াসেই রান আসছিল। মনে হচ্ছিল আর কোন উইকেট না হারিয়েই চা-বিরতিতে যাবে বাংলাদেশ। তখনই আবার ধাক্কা। ৪৯ রানের জুটির পর অহেতুক রান নিতে গিয়ে কাটা মুশফিক। মাত্র ২ রানের জন্য ফিফটি পাননি তিনিও। সবচেয়ে বড় কথা ম্যাচ বাঁচানো নিয়ে চরম সংকটে পড়ে গেছে বাংলাদেশ। শেষ সেশনে বাকি ৪ উইকেট নিয়ে বাংলাদেশ টিকতে পারবে কিনা তা অনেকটাই নির্ভর করছে সাকিব আল হাসানের উপর।
Comments