ডিসেম্বরে প্রেক্ষাগৃহে আসছে হলিউডের যে ৭ সিনেমা

ছবি: সংগৃহীত

মহামারির কারণে ২০২০ সালটা মোটেও ভালো ছিল না বিশ্ব চলচ্চিত্রের জন্য। তবে, ২০২১ সালে কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে চলচ্চিত্র অঙ্গন। হলিউডের নতুন সিনেমা মুক্তির দিক থেকে চলতি বছরটি খুব ভালো ছিল বলাই যায়। চলতি বছরে শাং-চি অ্যান্ড দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস এবং ব্ল্যাক উইডো প্রেক্ষাগৃহে দারুণ হিট হয়েছে। তবে, বছর এখনো শেষ হয়নি। ডিসেম্বরে হলিউডের বেশকিছু বড় বাজেটের সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। তেমন ৭টি সিনেমার খবর জেনে নিন।

রেসিডেন্ট এভিল: ওয়েলকাম টু র‌্যাকুন সিনি (৩ ডিসেম্বর)

আগামী ৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আইকনিক ভিডিও গেম সিরিজের ওপর ভিত্তি করে নির্মিত ভৌতিক চলচ্চিত্র রেসিডেন্ট ইভিল: ওয়েলকাম টু র‌্যাকুন সিটি। ভক্তরা সিনেমাটির জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। বিশেষ করে যারা ভিডিও গেমে আসক্ত। তবে কেউ কেউ মনে করছেন ভিডিও গেমের আখ্যান সিনেমাটিকে অমৌলিক করে তুলতে পারে। যদিও ট্রেলারগুলো ছিল অবিশ্বাস্য। সেখানে কলাকুশলীদের যথেষ্ঠ নিখুঁত মনে হয়েছে। গল্পটি আকর্ষণীয় বলে মনে হচ্ছে। ভক্তরা উচ্ছ্বসিত হোক বা না হোক, এই সিনেমাটি সত্যিই কতটা রোমাঞ্চকর হবে তা এখন দেখার বিষয়।

সাইলেন্ট নাইট (৩ ডিসেম্বর)

সাইলেন্ট নাইট একটি ক্রিসমাসভিত্তিক চলচ্চিত্র। এতে একটি মারাত্মক টুইস্ট আছে। উৎসবের আনন্দের এই গল্পে অভিনয় করেছেন কেইরা নাইটলি।

সিনেমার গল্পে দেখা যাবে, যখন পরিবার এবং বন্ধুরা গ্রামাঞ্চলে বড়দিনের ছুটি উদযাপন করতে জড়ো হয়। ঠিক তখন পৃথিবীর শেষ মুহূর্ত ঘনিয়ে আসবে। তা সত্ত্বেও সবাই আনন্দের দিনগুলো একে অপরের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করবে। তবে, পৃথিবী বিলুপ্তির অনুভূতিও তাদের মধ্যে কাজ করবে।

যদিও উৎসবভিত্তিক অন্য চলচ্চিত্রের সঙ্গে এটির পার্থক্য আছে। কারণ, উত্সবের চলচ্চিত্রগুলো সাধারণত পৃথিবীর শেষ দিকে ফোকাস করে না। যেটি এই চলচ্চিত্রে আছে। যাই হোক আপাতত মনে হচ্ছে সিনেমাটি দর্শকের মন জয় করতে পারবে।

ক্লিফোর্ড দ্য বিগ রেড ডগ (১০ ডিসেম্বর)

হ্যাঁ, ১০ ডিসেম্বর একটি বড় কুকুরছানা ক্লিফোর্ডের গল্প সিনেমার পর্দায় আসছে। যদিও অনেকে বইয়ে ক্লিফোর্ডের গল্প পড়েছেন। তবে, এবার খুব শিগগির পর্দার সেই প্রেম ও আনন্দের গল্প দেখবেন দর্শক।

স্পাইডার ম্যান: নো ওয়ে হোম (১৫ ডিসেম্বর)

স্পাইডার ম্যান: নো ওয়ে হোম ২০২১ সালের সবচেয়ে প্রত্যাশিত রিলিজগুলোর একটি। কারণ মাল্টিভার্স খোলা এবং টোবি ম্যাগুয়ের এবং অ্যান্ড্রু গারফিল্ডের চলচ্চিত্র সিরিজ থেকে স্পাইডার ম্যান ভিলেনরা হোস্টে ফিরেছেন।

স্পাইডি ক্ষতির মধ্যে আছে এবং পিটার পার্কারের (হল্যান্ড) সঙ্গে যাদের প্রতিহিংসা আছে তাদের সঙ্গে লড়াই করতে হবে। অবশ্য, আপনি যা ভাবছেন তা কিন্তু নয়...

এই সিনেমাটি একটি অ্যাকশন-প্যাকড এবং অসামান্য অভিজ্ঞতা হতে চলেছে। আসলে কী ঘটছে তা দেখতে সবাই সিনেমা হলে যাবেন বলেই ধারণা করা হচ্ছে।

দ্য ম্যাট্রিক্স: রিসারেকশন (২২ ডিসেম্বর)

১৯৯৯ সাল থেকে সবচেয়ে প্রিয় চলচ্চিত্র সিরিজগুলোর একটি ম্যাট্রিক্স সিরিজ। এই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি দ্য ম্যাট্রিক্স: রিসারেকশন মুক্তির অপেক্ষায় আছে। ভক্তরাও উদগ্রীব হয়ে আছেন এটির জন্য।

নিও চরিত্রে আইকনিক ভূমিকায় ফিরেছেন কিয়ানু রিভস। তবে ম্যাট্রিক্সের বিশৃঙ্খল রহস্যকে কেন্দ্র করে এই আসন্ন সিনেমাটি কিছুই মনে হয় না। যদিও ট্রেলারটি প্রশ্ন এবং ষড়যন্ত্র উভয়ই উত্থাপন করেছে। কারণ ট্রেলারে দেখা গেছে অতীতের বিষয়গুলো আবারও ফেরানো হয়েছে এবং সেখানে নতুন হুমকি ও চ্যালেঞ্জ উঠে এসেছে…

দ্য কিংস'স ম্যান (২২ ডিসেম্বর)

কিংসম্যান ফ্র্যাঞ্চাইজি ২০১৪ সাল থেকে দুর্দান্ত সাফল্য পেয়ে আসছে। একজন তরুণ শ্রমিক এগসির (ট্যারন এগারটন) কিংসম্যান সিক্রেট সার্ভিসে যোগ দেওয়ার আমন্ত্রণ পাওয়া সব প্রত্যাশাকে ছাড়িয়ে যায়।

কিন্তু, ২২ ডিসেম্বর আমরা কিংসম্যানের উৎপত্তির দৃশ্য দেখতে পারব। যেখানে দেশকে খারাপ পরিস্থিতি থেকে রক্ষায় পূর্ববর্তী কিংসম্যানদের সব সংগ্রাম এবং চ্যালেঞ্জকে তুলে আনা হয়েছে।

কিংসম্যান গুপ্তচরবৃত্তির বিস্ময়কর জগতকে দর্শকের সামনে তুলে ধরবে। তাই বলাই যায় রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার হতে চলেছে দ্য কিংস'স ম্যান।

বয়েলিং পয়েন্ট (ডিসেম্বর ২৯)

বয়েলিং পয়েন্ট এ বছর মুক্তি পেতে যাওয়া আরও আকর্ষণীয় সিনেমার একটি। সিনেমাতে স্টিফেন গ্রাহাম একজন শেফ। তাকে নানান চাপ মোকাবিলা করে কাজ করতে হবে।

লন্ডনের অন্যতম জনপ্রিয় রেস্টুরেন্টে বছরের ব্যস্ত রাতে কমান্ডিং শেফ অ্যান্ডি জোন্সকে (গ্রাহাম) মাথা ঠান্ডা রাখতে হবে। কারণ নানান চাপ ও সংকট তার সামনে। এমনি তাকে সবকিছু ধ্বংস করার হুমকিও দেওয়া হচ্ছে। জোন্সকে অবশ্যই সবকিছু সচল রাখতে যথাসাধ্য চেষ্টা করতে হবে। জোন্স সমস্যার পরে সমস্যার সঙ্গে লড়াই করবেন। পর্দায় দর্শক সেই অ্যাডভেঞ্চার দেখবেন।

সূত্র: ফিমেল ফাস্ট

Comments

The Daily Star  | English

How a 'Dervish Baba' conjured crores from a retired nurse

Want to earn easy money? Just find someone who thinks their partner is cheating on them, then claim to be a “Genie King” or “Dervish Baba,” and offer solutions to “relationship problems” for a fee

4h ago