জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ঢাকায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

jahangir.jpg
জাহাঙ্গীর আলম। ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে কটূক্তির অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

আজ সোমবার অ্যাডভোকেট মোহাম্মদ ওমর ফারুক আসিফ ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন।

পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শুনানি শেষে বিচারক মোহাম্মদ আস সামছ জগলুল হোসেন মামলাটি আমলে নেন এবং অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করেন।

বিচারক পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) অভিযোগটি তদন্ত করে আগামী বছরের ৬ জানুয়ারির মধ্যে ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

মামলার নথি সূত্রে জানা যায়, বেআইনিভাবে জমি দখল, উন্নয়নের জন্য জমি দখলের পর লোকদের ক্ষতিপূরণ না দেওয়া এবং জনস্বার্থবিরোধী কাজ করার মতো একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২৫ নভেম্বর স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন (এলজিআরডি) মন্ত্রণালয় জাহাঙ্গীরকে মেয়র পদ থেকে বরখাস্ত করে।

এর আগে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য গত ১৯ নভেম্বর জাহাঙ্গীরকে আওয়ামী লীগ থেকেও বহিষ্কার করা হয়।

Comments

The Daily Star  | English

BFIU crackdown after Aug 5: Tk 15,000cr of 366 people, entities frozen

The bank accounts of 366 individuals and entities with a Tk 15,000 crore combined balance were frozen between August and December last year over money laundering allegations.

9h ago