নুসরাত-নিখিলের বিয়ে অবৈধ: আদালত

নিখিল জৈন ও নুসরাত জাহান। ছবি: সংগৃহীত

টালিউড নায়িকা ও সংসদ সদস্য নুসরাত জাহানের সঙ্গে ব্যবসায়ী নিখিল জৈনের কথিত বিয়ে আইনত অবৈধ বলে ঘোষণা করেছেন কলকাতার একটি আদালত।

নিখিল জৈন নিজেই কলকাতার আলীপুর আদালতে মামলা দায়ের করেছিলেন। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য নুসরাতের সঙ্গে তার বিয়ে হয়নি মর্মে ঘোষণা চেয়ে তিনি আদালতে আবেদন করেছিলেন। গতকাল বুধবার দায়রা জজ আদালত (দ্বিতীয়) এস রায় এই রায় ঘোষণা করেন।

নুসরাত জাহান। ছবি: সংগৃহীত

তিনি বলেন, '২০১৯ সালের ১৯ জুন তুরস্কের বোডরামে বাদী ও বিবাদীর মধ্যে কথিত বিয়ে আইনত বৈধ নয়।'

নিখিল জানিয়েছেন তিনি ও নুসরাত জাহান তাদের কাছের বন্ধু এবং আত্মীয়-স্বজনের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান উদযাপন করেছেন, যেখানে 'পশ্চিমা এবং ভারতীয় স্টাইল, উভয়ই অনুসরণ করা হয় এবং হিন্দু বিয়ের সব আচার পালন করা হয়।'

নিখিল জৈন ও নুসরাত জাহান। ছবি: সংগৃহীত

নিখিল দাবি করেন, ভারতে ফিরে তিনি ও নুসরাত একসঙ্গে থাকতে শুরু করেন, কিন্তু শিগগির তাদের মধ্যে সম্পর্ক খারাপ হতে থাকে। পরবর্তীতে নুসরাত এই সম্পর্ক চালিয়ে যেতে অনীহা প্রকাশ করেন।

আরও দাবি করা হয়, মামলার ২ পক্ষের একজন হিন্দু ধর্মাবলম্বী এবং অন্যজন মুসলমান হওয়া সত্ত্বেও তারা কখনোই বিশেষ বিবাহ আইনের আওতায় বিয়ে করেননি, 'সুতরাং তাদের সম্মতিমূলক মিলনকে বিয়ে হিসেবে বিবেচনা করা সম্ভব নয়।'

আদালত নির্দেশ দেন, 'মামলার সব দিক বিবেচনা করে এবং বিবাদীর পক্ষ থেকে স্বীকারোক্তির পরিপ্রেক্ষিতে, আদালতের অভিমত যে মামলার পক্ষের মধ্যে অনুষ্ঠিত কথিত বিবাহ আইনত বৈধ নয়।'

Comments

The Daily Star  | English
Anti-Discrimination Students Movement

Students to launch political party by next February

Anti-Discrimination Student Movement and Jatiya Nagorik Committee will jointly lead the process

9h ago