অর্থ আত্মসাৎ: ৩ ব্যাংক কর্মকর্তার ৩১ বছরের কারাদণ্ড

স্টার অনলাইন গ্রাফিক্স

জালিয়াতির মাধ্যমে গ্রাহকের টাকা আত্মসাৎ করার ঘটনায় নোয়াখালীতে দুদকের করা মামলায় সোনালী ব্যাংকের ৩ কর্মকর্তাকে ৩১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

একইসঙ্গে ৩ জনের প্রত্যেককে ২৫ লাখ টাকা করে মোট ৭৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

নোয়াখালী স্পেশাল জজ আদালতের স্পেশাল জজ (জেলা জজ) এ এন এম মোর্শেদ আলম আজ সোমবার বিকেলে এ রায় দেন।

দুদক সম্মন্বিত জেলা কার্যালয় নোয়াখালীর সহকারী পরিচালক রুবেল আহম্মেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- সোনালী ব্যাংকের ফেনীর সোনাগাজী শাখার ম্যানেজার মো. রহিম উল্যাহ খন্দকার, একই শাখার দ্বিতীয় কর্মকর্তা মো. আবুল কালাম ও সহকারী অফিসার মো. মিজানুর রহমান।

আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২ অক্টোবর থেকে ২০১২ সালের ১৩ আগস্ট পর্যন্ত ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে দলিলের কাজে ব্যবহৃত ১৬৬টি পে-অর্ডারের ১৯ লাখ ৩৬ হাজার ১৬৫ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন ওই ৩ ব্যাংক কর্মকর্তা।

এ ঘটনায় দুদক নোয়াখালীর সহকারি পরিচালক নুরুল ইসলাম সরকার ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর সোনাগাজী থানায় মামলা করেন। পরে মামলাটি তদন্তের দায়িত্ব পান নোয়াখালী দুদকের তৎকালীন সহকারী পরিচালক মো. মশিউর রহমান।

দুদকের পিপি মো. আবুল কাশেম জানান, রেজিস্ট্রি অফিসের পে-অর্ডারের সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ৪টি ধারায় ৩১ বছরের কারাদণ্ড ও ৭৫ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন।

Comments

The Daily Star  | English

$14b a year lost to capital flight during AL years

Bangladesh has lost around $14 billion a year on average to capital flight during the Awami League’s 15-year tenure, according to the draft report of the committee preparing a white paper on the economy.

15h ago