ঢাবির ‘চ’ ইউনিটে পাস করেছে ২.৫৬ শতাংশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদভুক্ত 'চ' ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় পাস করেছেন ২.৫৬ শতাংশ শিক্ষার্থী।
আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এই ফল ঘোষণা করেন উপাচার্য মো. আখতারুজ্জামান।
এতে দেখা যায়, ১০ হাজার ৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৫৮ জন। তাদের মধ্যে ভর্তির সুযোগ পাবেন ১৩৫ জন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://admissions.eis.du.ac.bd) থেকে ফলাফল জানা যাবে। এ ছাড়া রবি, এয়ারটেল, বাংলালিংক এবং টেলিটক ব্যবহারকারীরা মোবাইল থেকে 'DU KA <Roll No>' লিখে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানতে পারবেন।
Comments