তারা আমার বিয়ের খরচও দেননি: নুসরাত
টালিউড অভিনেত্রী এবং তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য নুসরাত জাহানের বিয়ে নিয়ে নানান আলোচনা ও সমালোচনা হয়েছে। সম্প্রতি এই অভিনেত্রী তার ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন ইন্ডিয়া টুডেকে।
নুসরাত জাহান ২০১৯ সালের ১৯ জুন তুরস্কে নিখিল জৈনকে বিয়ে করেন। তবে, ২০২০ সালের নভেম্বর থেকে তারা আলাদা হয়ে যান। চলতি বছরের শুরুতে নুসরাত জানিয়েছিলেন, নিখিলের সঙ্গে তার বিয়ে ভারতীয় আইনে বৈধ ছিল না। তার এমন মন্তব্য বিতর্কের সৃষ্টি করেছিল।
বিয়ে নিয়ে নুসরাত ইন্ডিয়া টুডেকে বলেন, তারা কিন্তু আমার বিয়ের খরচও দেননি, এমনকি হোটেলের বিল পরিশোধ করেননি। তবুও আমি তাদের কিছুই বলিনি। আমি সৎ। আমাকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছিল। এখন আমি বিষয়টি পরিষ্কার করে দিলাম।
যদিও তিনি কোনো নাম নেননি। তবে নুসরাত বলেন, অন্যদের দোষ দেওয়া বা অন্যদের খারাপভাবে দেখানো সহজ।
তিনি দাবি করেন, পুরো বিতর্ক জুড়ে তিনি কাউকে টেনে আনেননি।
রাজনীতি নিয়েও কথা বলেছেন এই টালিউড অভিনেত্রী। তিনি জানিয়েছেন নভেম্বরে সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দেবেন।
সম্প্রতি, তার বান্ধবী অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি বিজেপি ছেড়েছেন। এ বিষয়ে তার মন্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন, তিনি কখনো কাউকে রাজনৈতিক পরামর্শ দেবেন না। শ্রাবন্তী বা যশকে কোনো রাজনৈতিক পরামর্শ দিতে পারি না। কারণ তারা আমাকে রাজনীতি কিছু বলেন না। এটা তাদের পছন্দ।
চলতি বছরের ২৬ আগস্ট নুসরাত জাহানের ছেলে ইশানের জন্ম হয়। তিনি জন্ম নিবন্ধনে নিজের চেলের বাবার নাম হিসেব যশ দাসগুপ্তের নাম যুক্ত করেছিলেন।
Comments