১৫ নভেম্বর থেকে পর্যটন ভিসা, যেতে হবে উড়োজাহাজে: ভারতীয় হাইকমিশনার
আগামী ১৫ নভেম্বর থেকে বাংলাদেশিদের জন্য ভারতে পর্যটন ভিসা চালু করা হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। তবে এই ভিসাধারীদের উড়োজাহাজে ভ্রমণ করতে হবে বলে জানান তিনি।
আজ মঙ্গলবার সকালে ঢাকা থেকে সড়ক পথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে নিজ দেশ ভারতে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি সকাল সাড়ে ৭টার দিকে আখাউড়া চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেন।
ভারতীয় হাইকমিশনার বলেন, 'কোভিড পরিস্থিতির মধ্যেই পর্যটন ভিসা চালু করছে ভারত। শুরুতে এক মাস মেয়াদের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হবে। তবে ভ্রমণ করতে হবে উড়োজাহাজে এবং ৩০ দিনের বেশি অবস্থান করা যাবে না। ভিসার মেয়াদ হবে ১২০ দিন।'
পর্যায়ক্রমে উড়োজাহাজের পাশাপাশি স্থল ও রেলপথে যাওয়ার জন্যে ভিসা দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
আখাউড়ায় ইমিগ্রেশন ভবন নির্মাণে বিএসএফের বাধা প্রসঙ্গে তিনি বলেন, 'এ রকম আরও অনেক ইস্যু রয়েছে যেগুলোর সমাধান প্রয়োজন।... আমরা আলোচনার ব্যবস্থা করছি।... আশা করি ২ পক্ষ মিলে সমস্যাগুলোর সমাধান করবে।'
আগামী ১৩ নভেম্বর একই চেকপোস্ট দিয়ে কর্মস্থল ঢাকায় ফেরার কথা রয়েছে ভারতীয় হাইকমিশনারের।
Comments