গুরুতর অপরাধে আগাম জামিন মঞ্জুর নিয়ে প্রশ্ন প্রধান বিচারপতির

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। ছবি: সংগৃহীত

হত্যা ও ধর্ষণসহ গুরুতর অপরাধের মামলায় হাইকোর্টের আগাম জামিন মঞ্জুরের আদেশ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (এসসিবিএ) সম্পাদক মো. রুহুল কুদ্দুস কাজলের একটি আবেদনের জবাবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের সভায় প্রধান বিচারপতি এ প্রশ্ন তোলেন।

প্রধান বিচারপতি বলেন, 'হত্যা, ধর্ষণ ও হেরোইন সংক্রান্ত মামলায় হাইকোর্ট আগাম জামিন দিলেও আমাদের (আপিল বিভাগ) কী করা উচিত? আমরা কি জামিন স্থগিত করব না? আমাদের তো দেশও রক্ষা করতে হবে।'

প্রতি সপ্তাহে হাইকোর্টে জামিনের প্রায় ১ হাজার আদেশ হয় উল্লেখ করে তিনি বলেন, 'কিন্তু হাইকোর্টের জামিন আদেশের মাত্র ৫০ থেকে ১০০টির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে।'

একটি মামলায় হাইকোর্টের জামিনের আদেশ স্থগিত করে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারকের দেওয়া আদেশ প্রত্যাহারের জন্য সুপ্রিম কোর্টকে অনুরোধ করে আবেদন করেছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস।

মামলায় চেম্বার বিচারকের স্থগিতাদেশে হস্তক্ষেপ করতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট।

রুহুল কুদ্দুস বলেন, 'হাইকোর্ট থেকে আগাম জামিন আদেশ পেতে আইনজীবীকে কঠোর পরিশ্রম করতে হয়। কিন্তু রাষ্ট্র সে আদেশের ওপর স্থগিতাদেশের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করে।'

এ সময় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, 'হাইকোর্টে এখন এত আগাম জামিন হয়। এটা আগে দেখেছেন কখনো। এখন প্রত্যেক আদালতেই আগাম জামিন হয়।'

Comments