সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৭ টাকা

সয়াবিন তেলের প্রতি লিটারে ৭ টাকা দাম বেড়েছে। আজ মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। আগামীকাল থেকে ১৬০ টাকা দরে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে।

বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক বিবৃতিতে বলা হয়েছে, খোলা সয়াবিন তেলের খুচরা মূল্য প্রতি লিটার ১৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

 বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচএম শফিকুজ্জামান বলেন, 'আগামীকাল থেকে নতুন দামে সয়াবিন তেল বিক্রি হবে।'

তিনি জানান, মূলত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের দাম বৃদ্ধির পাওয়ায় ভোজ্য তেলের দাম বৃদ্ধি পেয়েছে।

শফিকুজ্জামান বলেন, 'রিফাইনাররা প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬৮ টাকা নির্ধারণের প্রস্তাব করলেও আলোচনার পর প্রতি লিটার ১৬০ টাকা টাকা নির্ধারণ করা হয়েছে।'

Comments