বাংলাদেশ-ভারতের মধ্যে সাপ্তাহিক ফ্লাইট বেড়ে হচ্ছে ২১
এয়ার বাবল ব্যবস্থার অধীনে বাংলাদেশ-ভারতের মধ্যে সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা আগামী সপ্তাহ থেকে ৭ থেকে বাড়িয়ে ২১ করা হবে।
আজ সোমবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সভাপতি (বেবিচক) এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান মুঠোফোনে দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আগামী সপ্তাহ থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে এয়ার বাবল চুক্তি পুরোপুরি কার্যকর হবে। চুক্তি অনুযায়ী, বাংলাদেশি উড়োজাহাজ সংস্থাগুলো প্রতি সপ্তাহে ভারতে ২১টি ফ্লাইট পরিচালনা করবে। ভারতীয় উড়োজাহাজ সংস্থাগুলোও বাংলাদেশে একই সংখ্যক ফ্লাইট পরিচালনা করবে।
এর আগে গত ৫ সেপ্টেম্বর করোনা মহামারির কারণে ৪ মাসের বিরতি শেষে ২ প্রতিবেশী দেশের মধ্যে ফ্লাইট চালু হয়।
মহামারির কারণে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করা হয়। তবে, বাণিজ্যিক যাত্রী পরিষেবা পুনরায় চালু করতে ২ দেশের মধ্যে অস্থায়ী এয়ার বাবল ব্যবস্থা চালু হয়। উভয় দেশের বিমান সংস্থা এই সুবিধা নিতে পারে।
এয়ার বাবল চুক্তির আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা যৌথভাবে সাপ্তাহিক ২১টি ফ্লাইট পরিচালনা করবে এবং স্পাইস জেট ও ইন্ডিগোসহ অন্যান্য ভারতীয় বিমান সংস্থা বাংলাদেশে একই সংখ্যক ফ্লাইট পরিচালনা করবে।
তবে, বাংলাদেশে ভ্রমণকারীদের অবশ্যই ফ্লাইটের ৭২ ঘণ্টা আগে পিসিআর পরীক্ষায় করোনা নেগেটিভ সনদ থাকতে হবে। একইসঙ্গে ভারতীয় বিমানবন্দরে পৌঁছানোর পরে নিজেদের ব্যয়ে মলিকিউলার পরীক্ষার মাধ্যমে যেতে হবে।
বেবিচকের তথ্য অনুযায়ী, ভারত থেকে ভ্রমণকারী যে কোনো যাত্রীকে ১৪ দিনের হোমকোয়ারেন্টিন শেষ করতে হবে এবং পিসিআর পরীক্ষাসহ করোনার অন্যান্য বিধি সংশ্লিষ্ট যাত্রীর জন্য প্রযোজ্য হবে।
Comments