যুক্তরাজ্যে আইসোলেশনে থাকতে হবে না বাংলাদেশিদের

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। স্টার ফাইল ফটো

সম্পূর্ণরূপে যুক্তরাজ্য অনুমোদিত টিকা দেওয়া বাংলাদেশি নাগরিকদের আগামী সোমবার থেকে দেশটিতে যাওয়ার পর আর আইসোলেশনে থাকতে হবে না।

কারণ ব্রিটিশ সরকার বাংলাদেশকে কোভিড ভ্যাকসিনেশনের অনুমোদিত প্রমাণসহ দেশের তালিকায় যুক্ত করেছে, যা ১১ অক্টোবর থেকে কার্যকর হবে।

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বলেন, 'এই সিদ্ধান্ত বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে উষ্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিফলন।'

তিনি বলেন, 'দুই দেশের মধ্যে ব্যবসা, পর্যটন এবং অপরিহার্য ভ্রমণের ক্ষেত্রে অবশিষ্ট বাধা দূর করার জন্য হাইকমিশনের ক্রমাগত কূটনৈতিক প্রচেষ্টার ফলও এই সিদ্ধান্ত।'

'সোমবার (১১ অক্টোবর) ভোর ৪টা থেকে যুক্তরাজ্য অনুমোদিত ভ্যাকসিন নেওয়া বাংলাদেশি নাগরিকদের আর ১০ দিনের হোটেল বা হোম কোয়ারেন্টিন এবং প্রস্থান-পূর্ব কোভিড পরীক্ষার প্রয়োজন হবে না।'

তবে, বাংলাদেশ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ভ্যাকসিনেশন সার্টিফিকেট সব ভ্রমণকারীর জন্য প্রমাণ হিসাবে প্রয়োজন।

যে ভ্রমণকারীরা যুক্তরাজ্য অনুমোদিত টিকার পুরোপুরি ভ্যাকসিন গ্রহণ করেননি, তাদের ১০ দিনের জন্য কোয়ারেন্টিনে অবস্থান করতে হবে এবং তাদের ২ দিন এবং ৪ দিনে করোনা পরীক্ষা করা উচিত।

Comments

The Daily Star  | English

Cargo ship with Pakistani goods reaches Ctg anchorage

On its second trip, it brings refined sugar, dolomites, fabrics, electronics, etc from Pakistan and UAE

54m ago