হেলাল হাফিজের প্রণয়ের পদাবলি

অলঙ্করণ: বিপ্লব চক্রবর্তী

সাপ
ভালোবাসাও দু'মুখো সাপ,
বাসলে কাটে
না বাসলে বিষ কাঁটা হয়ে
মন মগজে দু'পায়ে ফোটে,
বেলাজ ব্যথা মহানন্দে
সারা জীবন হাঁটে!

বুনি
এক বুনি হাতে নিয়ে এক বুনি মুখে
ওম, চুম হলো নাতো মায়া চারু বুকে

পত্র পাঠালাম
বিদুষী আনিকা,
তুমি আমার মা মেয়ে বোন ও প্রেমিকা

ব্রেকআপ
সন্ধ্যা নামছে গাঢ় সন্দেহের মতো!

রাজি
ভালোবাসা রাজি হলে গোধূলির রং দিয়ে স্বপ্ন বুনিব,
কেঁদে–হেসে ভালোবেসে খেলা শেষে চারু কিছু কলঙ্ক কিনিব।

আপনি
আপনি আমার এক জীবনের যাবতীয় সব,
আপনি আমার নীরবতার গোপন কলরব।

Comments

The Daily Star  | English

Mohammadpur alarmed over muggings even in daylight

Muggers in Mohammadpur are no longer waiting for the cover of darkness.

1h ago