২ যুগ পর মঞ্চে আফজাল হোসেন
'চিরসবুজ' অভিনেতা আফজাল হোসেন মঞ্চে ফিরছেন প্রায় ২ যুগ পর। দেশের অন্যতম শীর্ষ নাট্যদল ঢাকা থিয়েটার'র সদস্য তিনি।
সর্বশেষ তিনি ঢাকা থিয়েটার'র নাসির উদ্দীন ইউসুফ নির্দেশিত 'কেরামত মঙ্গল' নাটকে অভিনয় করেছিলেন।
আফজাল হোসেন নতুন মঞ্চ নাটক 'পেন্ডুলাম'র মহড়া শুরু করেছেন। নাটকটির নাট্যকার মাসুম রেজা। নির্দেশনা দিচ্ছেন নাসির উদ্দীন ইউসুফ।
নাটকটি যৌথভাবে প্রযোজনা করবে ঢাকা থিয়েটার ও দেশ নাটক। আগামী জানুয়ারিতে মঞ্চায়ন হবে।
'পেন্ডুলাম'র গল্প লেখা হয়েছে এক বয়স্ক ব্যক্তি রতনকে কেন্দ্র করে। কাছের মানুষেরা বিদেশে চলে গেলে তিনি নিঃসঙ্গ হয়ে পড়েন। তার একাকীত্বের গল্প রয়েছে এখানে। আফজাল হোসেন এই চরিত্রে অভিনয় করবেন।
গতকাল বুধবার রাতে আফজাল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'শুধু ফেরার জন্যে ফেরা নয়। প্রায় ২ যুগ পর মঞ্চে ফিরছি। নাসির উদ্দীন ইউসুফ নাটকটির নির্দেশনা দিচ্ছেন। ঢাকা থিয়েটার ও দেশ নাটক যৌথভাবে এটি প্রযোজনা করতে যাচ্ছে।'
নাট্যকার মাসুম রেজা ডেইলি স্টারকে বলেন, 'এক বছর আগে অনলাইনে নাটকটির মহড়া শুরু করেছিলাম। এবার সরাসরি মহড়া শুরু হয়েছে। নাটকটি ভালোভাবে মঞ্চায়ন করাই আমাদের উদ্দেশ্য।'
তিনি আরও বলেন, 'পর পর ৪টি শো করার পরিকল্পনা আছে।'
টেলিভিশন নাটকের স্বর্ণযুগে অভিনয় করে নন্দিত হয়েছেন আফজাল হোসেন। তিনি প্রথম মঞ্চে অভিনয় করেছিলেন ঢাকা থিয়েটারের 'বিদায় মোনালিসা' নাটকে। মঞ্চে তার দ্বিতীয় নাটক 'সংবাদ কার্টুন'।
আফজাল হোসেন সম্প্রতি পরিচালক সৈয়দ সালাহউদ্দিন জাকী'র 'যা হারিয়ে যায়' টেলিভিশন নাটকে রবীন্দ্র বাউল চরিত্রে অভিনয় করেছেন।
আফজাল হোসেন প্রথমবারের মতো খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর 'লেডিস অ্যান্ড জেন্টলম্যান' ওয়েব সিরিজে অভিনয় করেছেন। এই কাজটির জন্য তিনি প্রশংসিত হয়েছেন।
Comments