পুঁজিবাজার নিয়ে গুজব ছড়ানোয় ৩১ ফেসবুক পেইজ বন্ধ
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে ৩১ ফেসবুক পেইজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ বুধবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানানো হয়। গুজব রোধে বিএসইসি বৈঠকের আয়োজন করে।
চলতি বছরের মে মাসে গঠন করা তদন্ত দলের পরামর্শ অনুযায়ী ফেসবুক পেইজগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
বিএসইসির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, 'আমরা পুঁজিবাজারকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। কিন্তু গুজব আমাদের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করে। যে কারণে আমরা এই সমস্যা সমাধানের চেষ্টা করছি। আরও কিছু পেইজ আমাদের পর্যবেক্ষণে আছে। আমরা প্রতি ৩ মাসে ১ বার বিটিআরসির সঙ্গে বসার সিদ্ধান্ত নিয়েছি।'
Comments