বিএসএমএমইউএর অধীনে ২০০ শয্যার কোভিড ফিল্ড হাসপাতালের অনুমোদন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের 'বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন সেন্টারে প্রাথমিকভাবে ২০০ শয্যার কোভিড ফিল্ড হাসপাতাল হবে।
আজ মঙ্গলবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী ভার্চুয়াল ব্রিফিং এ সাংবাদিকদের জানান, এতে আনুমানিক ব্যয় হবে ১০ দশমিক ২৮ কোটি টাকা।
জানানো হয়, সরকার এই হাসপাতালে ১ হাজার শয্যাবিশিষ্ট 'কোভিড ফিল্ড হাসপাতা' স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। তবে প্রথম পর্যায়ে দ্রুততম সময়ে ২০০ শয্যাবিশিষ্ট 'কোভিড ফিল্ড হাসপাতাল' স্থাপনের পূর্ত কাজ এবং চিকিৎসা যন্ত্রপাতি রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে পিপিএ ২০০৬ এর ধারা ৬৮(১) এবং পিপিআর, ২০০৮ এর বিধি ৭৬(২) অনুযায়ি সরাসরি ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।
Comments