বার্জার, ওয়াল্টন, আইসিবি’র ১০ শতাংশ শেয়ার ছাড়ার নির্দেশ
নিয়ম অনুযায়ী আগামী এক বছরের মধ্যে বার্জার পেইন্টস, ওয়াল্টন ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ'র (আইসিবি) অন্তত ১০ শতাংশ শেয়ার পুঁজিবাজারে ছাড়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
গতকাল রোববার সংস্থাটির পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়।
২০১৫ সালের বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) আইন অনুযায়ী একটি তালিকাভুক্ত প্রতিষ্ঠানকে পরিশোধিত মূলধনের ১০ শতাংশের সমান অন্তত ১০ শতাংশ শেয়ার বাজারে ছাড়তে হবে।
ঢাকা স্টক একচেঞ্জের তথ্য অনুযায়ী, ওয়াল্টন হাই-টেক ইন্ডাস্ট্রির শূন্য দশমিক ৯৭ শতাংশ শেয়ার, আইসিবি'র ৩ দশমিক ১৯ শতাংশ ও বার্জার পেইন্টসের ৫ শতাংশ শেয়ার বাজারে ছাড়া হয়েছে।
আগামী এক বছরের মধ্যে এই প্রতিষ্ঠানগুলোকে আইন অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক শেয়ার পুঁজিবাজারে ছাড়তে হবে।
তবে তারা এক মাসে এক শতাংশের বেশি শেয়ার বাজারে ছাড়তে পারবে না।
Comments