ফেরদৌসী মুজমদারকে নিয়ে ‘ইচ্ছে নাটাই’

ফেরদৌসী মজুমদার।

স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত টিভি নাটক ও মঞ্চ-সিনেমার শক্তিমান অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। দেশের নাট্য আন্দোলন ও অভিনয় জগতের অন্যতম ব্যক্তিত্ব তিনি।

মঞ্চ নাটকে তার রয়েছে অসামান্য অবদান। 'পায়ের আওয়াজ পাওয়া যায়', 'কোকিলারা', 'এখনো ক্রীতদাস', 'এখনো দুঃসময়'সহ কয়েকটি মঞ্চ নাটক তাকে খ্যাতির শীর্ষে এনেছে।

টেলিভিশনে 'সংশপ্তক' নাটকের হুরমতি চরিত্রে অভিনয় করে তিনি ইতিহাস সৃষ্টি করেছেন। এই চরিত্রের জন্য আজও তাকে 'হুরমতি' নামে ডাকা হয়।

আজ রোববার ফেরদৌসী মজুমদার দ্য ডেইলি স্টারকে বলেন, 'এটা আমার জন্য অনেক বড় সম্মান। অনেক বড় প্রাপ্তি। মানুষের ভালোবাসার চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে?'

গত এক সপ্তাহ ধরে শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। তাকে নিয়ে নির্মিত হচ্ছে প্রামাণ্যচিত্র। আগামীকাল এর শুটিং শেষ হবে।

'ইচ্ছে নাটাই' শিরোনামের এই প্রামাণ্যচিত্রটি বাংলাদেশ শিল্পকলা একাডেমির পৃষ্ঠপোষকতায় নির্মিত হচ্ছে। এটি পরিচালনা করছেন আবীর শ্রেষ্ঠ।

এরই মধ্যে শুটিং হয়েছে সেন্ট্রাল রোডে অবস্থিত ফেরদৌসী রহমানের বাড়ি 'মাতৃছায়া'সহ ঢাকা বিশ্ববিদ্যালয়, ফুলার রোড ও শহীদ মিনারে। আগামীকাল তার বাসায় শুটিং শেষ হওয়ার কথা রয়েছে।

পরিচালক প্রসঙ্গে ফেরদৌসী মজুমদার বলেন, 'পরিচালক হিসেবে আবীর শ্রেষ্ঠ অত্যন্ত পরিশ্রমী। খুব যত্ন নিয়ে কাজটি করছে। আমি ওর কাজে সন্তুষ্ট। আমার ওপর প্রচুর পড়াশোনা করে কাজটি করছে।'

'আমার ছেলেবেলার গল্প দিয়ে "ইচ্ছে নাটাই" শুরু হবে' উল্লেখ করে তিনি আরও বলেন, 'জীবনের মধুর সময় হচ্ছে ছেলেবেলা। একটা মজার ঘটনা বলি। আমার বাড়িতে প্রচুর ফলের গাছ আছে। অন্য গাছ-গাছালিও আছে। আমি একা একা গাছের সঙ্গে কথা বলি। এটাও এই প্রামাণ্যচিত্রে থাকবে।'

'আমার বাড়িতে কয়েক হাজার বই আছে। বইয়ের ঘর ও লেখালেখির ঘরটি আমার কাছে সবচেয়ে প্রিয়। ওই ঘরে যাওয়ার পর মনটা ভালো হয়ে যায়। কী যে ভালো লাগে! ওই ঘরের অংশটুকুর শুটিং হবে আগামীকাল,' যোগ করেন তিনি।

ফেরদৌসী মজুমদার বলেন, 'আমার টেলিভিশন জীবন, মঞ্চ নাটক, শিক্ষকতা, পরিবার কোনো কিছুই বাদ যাচ্ছে না এই প্রামাণ্যচিত্রে। কাজটি করতে সময় লাগছে। তারপরও খুশি আমি।'

তিনি জানান, 'ইচ্ছে নাটাই'-এ ফেরদৌসী মজুমদারকে নিয়ে যারা কথা বলবেন তারা হলেন: রামেন্দু মজুমদার, রাইসুল ইসলাম আসাদ, লিয়াকত আলী লাকী, কেরামত মওলা, নাগিস আক্তার ও ত্রপা মজুমদার।

অভিনয়ে জীবনে টিভি ও মঞ্চ নাটকই বেশি করেছেন, সিনেমায় কম কেন? উত্তরে ফেরদৌসী মজুমদার বলেন, 'সিনেমা খুব বেশি করা হয়নি। সত্যি বলতে শিল্পীরা বেঁচে থাকেন সিনেমা দিয়ে। এই মাধ্যমে অভিনয় করে অনেক দিন বেঁচে থাকা যায়। কিন্তু, মঞ্চটাই আমাকে বেশি টেনেছে। তবে, আমার উপযোগী সিনেমা পেলে কাজ করতে চাই।'

খুব শিগগিরই মঞ্চে ফিরছেন ফেরদৌসী মজুমদার ও তার দল 'থিয়েটার'। আগামী ১ অক্টোবর মঞ্চায়িত হবে থিয়েটারের আলোচিত নাটক 'পায়ের আওয়াজ পাওয়া যায়'।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'মঞ্চই আমার কাছে বেশি প্রাধান্য পায়। পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে মঞ্চে কাজ করছি। কতদিন পর মঞ্চে ফিরব ভাবতেই ভালো লাগছে!'

ফেরদৌসী মজুমদার পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার। 'মনে পড়ে', 'আমার অভিনয় জীবন', 'যা ইচ্ছা তাই' নামে তার তিনটি বই রয়েছে। নতুন লেখালেখির বিষয়ে তিনি বললেন, 'ডায়েরিতে একটু একটু লিখছি।'

Comments

The Daily Star  | English
rohingya-migration

Rohingyas fleeing Arakan Army persecution

Amid escalating violence in Myanmar’s Rakhine State, Rohingyas are trespassing into Bangladesh every day, crossing the border allegedly to escape the brutality of Myanmar’s rebel group, the Arakan Army (AA).

4h ago