তামিম ও মাহমুদউল্লাহর মধ্যে কোনো সমস্যা দেখিনি: বোর্ড প্রধান

Tamim Iqbal &  Mahmudullah Riya
ফাইল ছবি

বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে গুঞ্জন ছড়িয়েছে, টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ তার দলে অপরিহার্য মনে করেন না ওয়ানডে দলনেতা তামিম ইকবালকে। এতে দুজনের মধ্যে তৈরি হয়েছে দূরত্ব। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন উড়িয়ে দিয়েছেন জল্পনা-কল্পনা। তিনি জানিয়েছেন, দেশের দুই অভিজ্ঞ তারকার মধ্যে কোনো সমস্যা দেখতে পাননি তিনি।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ২৭ রানে হেরেছে বাংলাদেশ। তবে আগেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছিল স্বাগতিকরা। এই হারে বাংলাদেশের পক্ষে সিরিজের ফল দাঁড়ায় ৩-২।

ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হন বিসিবি প্রধান নাজমুল। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, নিউজিল্যান্ড সফরে টিম লিডার হিসেবে যাওয়া বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ও জিম্বাবুয়ে সফরে টিম লিডার হিসেবে যাওয়া বিসিবি পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি তাকে আশ্বস্ত করেছেন যে, তামিম ও মাহমুদউল্লাহর মধ্যে কোনো বিরোধ নেই।

'প্রথম কথা হলো, ওয়ানডে অধিনায়কের সঙ্গে টি-টোয়েন্টি অধিনায়কের... তার মানে আপনারা তামিমের সঙ্গে রিয়াদের (মাহমুদউল্লাহ) সমস্যার কথার বলছেন বা আছে কিনা। এখন জৈব সুরক্ষা বলয় চলছে। দলের সঙ্গে থাকার কোনো সুযোগ নেই। তারপরও আমি যতটুকু দেখেছি, আমি কোনো সমস্যা দেখিনি। আমি জালাল ভাইকে জিজ্ঞেস করেছি, যিনি গিয়েছিলেন দলের সঙ্গে, আমি ববি ভাইকে জিজ্ঞেস করেছি। তারা কোনো সমস্যা খুঁজে পায়নি। তাই এই বিষয়টি নিয়ে মন্তব্য করার কারণই আমি দেখছি না।'

চলতি মাসের শুরুতে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান তামিম। ফলে তাকে ছাড়াই গত বৃহস্পতিবার দল ঘোষণা করেছে বিসিবি। তবে আরেকটি গুঞ্জন ডালপালা মেলেছে যে, তামিমকে ফিরতে অনুরোধ করেছিলেন নাজমুল। কিন্তু সেটাকে সম্পূর্ণ ভুল তথ্য হিসেবে অভিহিত করেছেন বোর্ড প্রধান। তার সঙ্গে আলাপ করেই তামিম না থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলেও উল্লেখ করেছেন তিনি।

'তামিমকে আমি অ্যাপ্রোচ করেছি, ও যেন ওর সিদ্ধান্ত রিভিউ করে বা ফেরত আসে, এরকম কোনো ঘটনা ঘটেনি। কারণ, এটা সম্পূর্ণ ভুল তথ্য। তামিম এই সিদ্ধান্ত নেওয়ার আগে সবকিছু আমার সঙ্গে আলাপ করে নিয়েছে। ও যেখানে যা করেছে, আমার সঙ্গে আলাপ করেই নিয়েছে। সেখানে তাকে আমি আবার কীভাবে বলব সিদ্ধান্তটা রিভিউ করতে। আমি তো সম্মতি দিয়েছি তাকে।'

Comments

The Daily Star  | English

Shammo murder: JCD blocks Shahbagh demanding justice

The protesters also demanded the resignation of the VC and proctor of Dhaka University

48m ago