কৃষকের জন্য ৩০০০ কোটি টাকার নতুন প্রণোদনা প্যাকেজ
কৃষি খাতের জন্য নতুন করে তিন হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
করোনা মহামারি থেকে উদ্ভূত চলমান অর্থনৈতিক মন্দা থেকে কৃষকদের রক্ষা করতে গতকাল সোমবার কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড এক সভায় এই সিদ্ধান্ত নেয়।
কৃষি ঋণ বিভাগের এক কর্মকর্তা বলেন, এই প্রণোদনা প্যাকেজের আওতায় ব্যাংক থেকে চার শতাংশ সুদে ঋণ নিতে পারবে কৃষক।
ব্যাংক এই প্রণোদনা প্যাকেজ থেকে এক শতাংশ হার সুদে তহবিল পাবেন। এর সঙ্গে আরও তিন শতাংশ বাড়তি নিয়ে তারা ঋণ বিতরণ করতে পারবে।
ছয় মাসের গ্রেস পিরিয়ডসহ এই ঋণের অর্থ পরিশোধ করতে হবে ১৮ মাসের মধ্যে।
গত বছরের এপ্রিলে পাঁচ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ চালু করে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে প্রায় ৯২ শতাংশ বিতরণ করা হয়েছে।
এই তহবিলের মেয়াদ জুনে শেষ হয়েছে। কৃষকদের সহায়তার লক্ষ্যে নতুন এই প্রণোদনা প্যাকেজ চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
Comments